'ব্রাজিলের জার্সির পাঁচ তারকা এমনিতে আসেনি'

মেসির অভিযোগে তেতে গিয়েছেন ব্রাজিল খেলোয়াড়েরা। ছবি: এএফপি
মেসির অভিযোগে তেতে গিয়েছেন ব্রাজিল খেলোয়াড়েরা। ছবি: এএফপি
মাঠে নিজেদের কাজ ঠিক ঠিক করে শিরোপা জিতেছে ব্রাজিল। শিরোপা জিতেই আর্জেন্টিনার তোলা অভিযোগের জবাব দিয়েছেন ব্রাজিলের খেলোয়াড়েরা।

এক যুগ পর কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল। ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে বিজয় মুকুট ছিনিয়ে এনেছে তারা। নিজের দেশে কোপা আমেরিকা জেতার জন্য ব্রাজিল দুর্নীতি করছে, কোপা আমেরিকা ব্রাজিলের পক্ষে পাতানো—লিওনেল মেসির এসব অভিযোগের জবাব ব্রাজিল মাঠেই দিয়েছে। তবে ফাইনালে নিজেদের কাজটা ঠিক ঠিক করার পর ম্যাচ শেষে ঠিকই মেসির বিরুদ্ধে মুখ খুলেছেন ব্রাজিলের খেলোয়াড়েরা।

ম্যাচ হারলে অভিযোগ বা অজুহাত না দেখিয়ে নিজেদের সীমাবদ্ধতাগুলো জয় করা উচিত, এমন কথা বলে আর্জেন্টিনার খেলোয়াড়দের পরোক্ষ একটা খোঁচাই দিয়েছেন ডিফেন্ডার থিয়াগো সিলভা, ‘এ নিয়ে (মেসির অভিযোগ) মন্তব্য করা আমাদের জন্য কঠিন। কেননা, আমরা যখনই হারি, তখন আরও ভালো খেলে কীভাবে জিততে পারব, সেটার ওপর গুরুত্ব দিই।’

মেসির অভিযোগের জবাব দিতে গিয়ে সিলভা টেনে এনেছেন ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে মেসির বার্সেলোনা ও থিয়াগো সিলভার পিএসজির মধ্যকার খেলাটার কথা। ইঙ্গিত দিয়েছেন, সে ম্যাচেও রেফারি বার্সার পক্ষে অনেক সিদ্ধান্ত দিয়েছিলেন। কিন্তু রেফারির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিলভারা বার্সেলোনাকে দোষ দেননি, ‘আমার মনে হয় না মেসি আসলেই মন থেকে ওই অভিযোগটা করেছে। কিন্তু আমাদের কষ্ট লেগেছে, কারণ পিএসজির হয়ে খেলার সময় একটা ম্যাচে আমরা বার্সেলোনার কাছে ৬-১ গোলে হেরেছিলাম। সে ম্যাচে যে রেফারি ছিল, আমার মতে সে বেশ জঘন্যভাবে ম্যাচ পরিচালনা করেছিল। কিন্তু তাও আমরা বার্সেলোনাকে অভিযুক্ত করে কোনো বক্তব্য দিইনি। আমার মনে হয়, ম্যাচের ফল যা হয়েছে, সেটাকে সম্মান জানানো উচিত। আমাদের জার্সিতে পাঁচ তারকা এমনি এমনি চুরি করে আসেনি।’

একই কথা নাপোলির সেন্ট্রাল মিডফিল্ডার অ্যালানেরও। তাঁর মতে কোনো চক্রান্ত করে নয়, বরং নিজেদের যোগ্যতা দিয়েই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, ‘আমরা মেসিকে সম্মান করি। ও আমার দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। তবে আমার মনে হয়, আমরা কোপা আমেরিকায় যা অর্জন করেছি, তার প্রতি মেসি অসম্মান প্রদর্শন করেছে। কোপা আমেরিকায় পাতানো খেলা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা আমাদের যোগ্যতা দিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।’

মেসির অভিযোগের কারণে উল্টো ফাইনালের রেফারি চাপে ছিলেন, মনে করছেন আরেক ডিফেন্ডার মার্কিনহোস, ‘আজকের ম্যাচের রেফারিও মেসির কথায় একটু চাপে ছিল। রেফারির কাজ অনেক কঠিন। কাজ করতে গিয়ে রেফারির ভুল হোক বা না হোক, আমাদের ঠিকভাবে বিচার করতে হবে।’