র‍্যাঙ্কিংয়ের সেরা দশ ডাকছে মোস্তাফিজকে

মোস্তাফিজ ২০ উইকেট নিয়েছেন বিশ্বকাপে। ফাইল ছবি
মোস্তাফিজ ২০ উইকেট নিয়েছেন বিশ্বকাপে। ফাইল ছবি
>

গত বছর নভেম্বরে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে সেরা দশে উঠে আসেন মোস্তাফিজুর রহমান। এক মাসের মধ্যে নিজেকে খুঁজে পান সেরা পাঁচে। কিন্তু এরপর ধাপে ধাপে নামতে নামতে সেরা দশের বাইরে চলে গেছেন। মোস্তাফিজকে আবার হাতছানি দিচ্ছে ওয়ানডের বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা ১০

বিশ্বকাপের প্রথম পর্ব শেষ। অপেক্ষা এখন নকআউট পর্বের। প্রথম পর্বে কত কিছু হয়ে গেল। কত অতিমানবীয় পারফরম্যান্স, কত ব্যর্থতার গল্প, কত উত্থান-পতন। কিন্তু তিনজনের অবস্থানের কোনো নড়চড় নেই, অন্তত আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তো নয়ই। বিশ্বকাপের প্রথম পর্ব শেষে কাল ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ভারতের বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর আগেও শীর্ষ ছিলেন তাঁরা।

৬০৬ রান নিয়ে বিশ্বকাপ শেষ করা সাকিব ব্যাটিংয়ে ১০ ধাপ এগিয়ে উঠেছেন ২২ নম্বরে। বোলিংয়ে অবশ্য পিছিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, আট ধাপ পিছিয়ে ২৭-এ নেমে গেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। এক ধাপ এগিয়ে ১৯-এ উঠেছেন উইকেটকিপার ব্যাটসম্যান। বোলিংয়ে সবার ওপরে মোস্তাফিজুর রহমান, তিন ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন ২০ উইকেট নেওয়া বাঁহাতি পেসার। তবে বিশ্বকাপের শেষ প্রান্তে ফিরে পেয়েছেন নিজেকে। এই ফর্ম ধরে রাখতে পারলে সামনে শ্রীলঙ্কা সফরে সেরা দশে আবার চলে আসতেই পারেন ফিজ।

ব্যাটিংয়ে প্রথম পর্বে ৫০০ রান করা পাঁচ ব্যাটসম্যানের মাত্র একজন আছেন শীর্ষ পাঁচে। ভারতের রোহিত শর্মা ধরে রেখেছেন দ্বিতীয় স্থান। সাকিব ছাড়া বাকিরা অবশ্য আছেন শীর্ষ দশেই—ডেভিড ওয়ার্নার (৬), জো রুট (৭) ও অ্যারন ফিঞ্চ (১০)। বোলিংয়ে ২৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক আছেন সাত নম্বরে।
দলীয় র‍্যাঙ্কিংয়ে সেমিফাইনালে ওঠা চার দলই আছে সবার ওপরে—ইংল্যান্ড (১), ভারত (২), নিউজিল্যান্ড (৩), অস্ট্রেলিয়া (৪)।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ

র‍্যাঙ্কিং

ব্যাটসম্যান

রেটিং পয়েন্ট

 ১ (-)

বিরাট কোহলি

৮৯১

 ২ (-)

রোহিত শর্মা

৮৮৫!

 ৩ (+৪)

বাবর আজম

৮২৭

 ৪ (+২)

ফাফ ডু প্লেসি

৮২০!

 ৫ (-২)

রস টেলর

৮১৩

 

র‍্যাঙ্কিং

বোলার

রেটিং পয়েন্ট

 ১ (-)

যশপ্রীত বুমরা

৮১৪

 ২ (-)

ট্রেন্ট বোল্ট

৭৫৮

 ৩ (+৩)

প্যাট কামিন্স

৬৯৮

 ৪ (+১)

কাগিসো রাবাদা

৬৯৪

 ৫ (-১)

ইমরান তাহির

৬৮৩

 

র‍্যাঙ্কিং

অলরাউন্ডার

রেটিং পয়েন্ট

 ১ (-)

সাকিব আল হাসান

৪০৬

 ২ (+৯)

বেন স্টোকস

৩১৬!

 ৩ (-)

মোহাম্মদ নবী

৩১০

 ৪ (-)

ইমাদ ওয়াসিম

৩০০!

 ৫ (-৩)

রশিদ খান

২৮৯

 

বাংলাদেশের ক্রিকেটারদের র‍্যাঙ্কিং

র‍্যাঙ্কিং

ব্যাটসম্যান

রেটিং পয়েন্ট

 ১৯ (+১)

মুশফিকুর রহিম

৭০৪

 ২২ (+১০)

সাকিব আল হাসান

৬৯২!

 ২৮ (-৬)

তামিম ইকবাল

৬৪৮

 ৩৮ (-১০)

সৌম্য সরকার

৫৮২

 ৪৫ (+৩)

মাহমুদউল্লাহ

৫৬৪

 

র‍্যাঙ্কিং

বোলার

রেটিং পয়েন্ট

 ১৪ (-৩)

মোস্তাফিজুর রহমান

৬৩০

 ১৬ (+৬)

মেহেদী হাসান মিরাজ

৬২৪!

 ২৭ (-৮)

সাকিব আল হাসান

৫৮৭

 ৪৫ (-২১)

মাশরাফি বিন মুর্তজা

৫০৯

 ৭৩ (-১০)

রুবেল হোসেন

৪৩৬

** বন্ধনীতে অবস্থান পরিবর্তন

! ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট