রোহিতের 'নেতৃত্ব' আর নিজের নতুন 'দায়িত্ব' - কোহলি সন্তুষ্ট

সংবাদ সম্মেলনে বিরাট কোহলি। ছবি: এএফপি
সংবাদ সম্মেলনে বিরাট কোহলি। ছবি: এএফপি
ভারতীয় ব্যাটিং অর্ডারে নতুন দায়িত্বে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্যাটিং নিয়ে সন্তুষ্টির কথা জানালেন ভারতের এ অধিনায়ক


ম্যানচেস্টারে আজ ফিরবে ১১ বছর আগের স্মৃতি। কুয়ালালামপুরে ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। কিউইদের নেতৃত্বে ছিলেন কেন উইলিয়ামসন আর ভারতের বিরাট কোহলি। প্রায় এক যুগ পর দুজনের কাঁধেই দেশের মূল দলের নেতৃত্বভার। ম্যানচেস্টারে আজ বিশ্বকাপ সেমিফাইনালে এ দুজন মুখোমুখি হবেন দেশকে ফাইনালে তোলার লক্ষ্যে। তবে কোহলি জানালেন, ১১ বছর আগের সেই স্মৃতি উইলিয়ামসনকে মনে করিয়ে দেবেন—সেবার ভারতের কাছে হেরেছিল নিউজিল্যান্ড।

এবার কী ঘটবে কে জানে! বিশ্লেষকদের মতে, লড়াইটা মূলত কিউই সিমার বনাম ভারতীয় ব্যাটিং। উইলিয়াসনের নেতৃত্ব নিউজিল্যান্ডের ব্যাটিংও কম শক্তিশালী নয়। তবে ব্যাটিংয়ে উইলিয়ামসনের মতো চাপ নিতে হচ্ছে নাচ কোহলিকে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভারতীয় ব্যাটিং অর্ডারের নেতৃত্ব যেন কোহলির হাতে নেই! রোহিত শর্মা নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ব্যাটিংয়ের। বিশ্বকাপের ইতিহাসে এক সংস্করণে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত। কোহলি পাঁচ ফিফটি পেলেও সেঞ্চুরির মুখ দেখেননি। রোহিতের ছায়ায় ঢাকা পড়া কোহলিকে তাই দেখা যাচ্ছে নতুন দায়িত্বে।

এত দিন ভারতীয় ব্যাটিংয়ের ‘বিজ্ঞাপন’ ছিলেন কোহলি। ইনিংস টানতে হতো তাঁকেই। কিন্তু এবার ক্রিকেট বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচেই তাঁকে দেখা যাচ্ছে ইনিংসের দ্বিতীয়ার্ধে—মানে ব্যাটিংয়ে নামছেন অন্তত ২৫ ওভার পর। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তখন দায়িত্বও পাল্টে যায়। উইকেটের এক পাশে থেকে হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্ত, মহেন্দ্র সিং ধোনিদের হাত খুলে খেলার সুযোগ করে দিতে হয়। নতুন এ দায়িত্বে কোহলি কিন্তু বেশ সন্তুষ্ট, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত একটু অন্য রকম ভূমিকায় খেলছি। রোহিতের ধারাবাহিক রান করে যাওয়াটা দুর্দান্ত। যার অর্থ হলো আমাকে নামতে হচ্ছে ইনিংসের দ্বিতীয়ার্ধে। মিডল অর্ডারে ধরে খেলে হার্দিক, ঋষভ ও মহেন্দ্র সিং ধোনিকে মারার সুযোগ করে দিতে হচ্ছে।’

ওয়ানডে ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের ধরন পাল্টানোটা ইতিবাচক চোখেই দেখছেন ভারতের এ অধিনায়ক, ‘যখন উইকেটে আসছেন, তখনকার পরিস্থিতি বুঝে ওয়ানডেতে ব্যাটিংও পাল্টে যায়। আমি এক প্রান্ত ধরে রাখতে পেরে সন্তুষ্ট। এতে বাকিরা ১০০-১৫০, এমনকি ২০০ স্ট্রাইকরেটে খেলতে পারছে।’