হাথুরুসিংহে কোচ, কেন নয়?

আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরবেন হাথুরুসিংহে? ফাইল ছবি
আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরবেন হাথুরুসিংহে? ফাইল ছবি
>বিশ্বকাপ শেষেই বিদায় নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইংলিশ কোচ স্টিভ রোডস। তাঁর সঙ্গে বোর্ডের দুই বছরের চুক্তি থাকলেও পারস্পরিক সমঝোতায় এক বছর এক মাসেই শেষ হয়েছে রোডস অধ্যায়। এরই মধ্যে অবশ্য পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন।

বাংলাদেশ কোচ স্টিভ রোডসকে নিয়ে অনেক দিন ধরেই কিছুটা অসন্তুষ্টি ছিল। বিসিবি কর্মকর্তাদের এক অংশ মনে করতেন কাউন্টি দলের কোচ হিসেবে যোগ্য হলেও জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা তাঁর নেই। তবে যদি বিশ্বকাপে ভালো কিছু করতে পারত বাংলাদেশ, তাহলে আরও কিছুদিন টিকে যেতে পারতেন রোডস।

বাংলাদেশ পয়েন্ট তালিকার আটে থেকে বিশ্বকাপ শেষ করেছে। সেমিফাইনাল তো বহুদূরের পথ, পূর্বের সাফল্যকেও টপকাতে ব্যর্থ বাংলাদেশ। তাই রোডস অধ্যায়ও দীর্ঘায়িত হয়নি। অবশ্য শুধু রোডসই নন; বোলিং কোচ ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনীল যোশী এবং ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গেও আর চুক্তি নবায়ন না করার পথে বিসিবি।

এদিকে জাতীয় দলের কোচ হিসেবে রোডসের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। কয়েকটি সূত্রমতে রোডসের পূর্বসূরি চন্ডিকা হাথুরুসিংহেকে আবারও বাংলাদেশের কোচের পদে দেখার সম্ভাবনা আছে। আজ বিসিবি কার্যালয়ে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কথায়ও উঠে আসল সে প্রসঙ্গ, ‘চন্ডিকা যদি আমাদের জন্য ভালো হয়, তবে কেন নয়। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে।’

তবে হাথুরুর প্রত্যাবর্তনের গুঞ্জনকে ঠিক জোরালো বলে মানছেন না খালেদ মাহমুদ, ‘চন্ডিকাই আসবে সেটা জোর দিয়ে বলছি না। চন্ডিকার সঙ্গে বোর্ড কথা বলছে সেটাও আমি বলছি না। আমি বলছি যে কোনো একটা নাম। সে যদি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয়। চন্ডিকার রেকর্ড ভালো। সে যে আসবে সেটা না। শ্রীলঙ্কার যে রেজাল্ট তাঁর সঙ্গে হয়তো চুক্তি নবায়ন হতে পারে। সে শ্রীলঙ্কায় চুক্তি বাড়াতে পারে।’

পরবর্তী কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে যে দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে, সে বিষয়টিও উঠে আসল সাবেক অধিনায়কের কথায়, ‘আমি মনে করি বিশ্বকাপ যেহেতু শেষ, চার বছর পর আরেকটি বিশ্বকাপ হবে; তাই আমাদের দীর্ঘমেয়াদি চিন্তা করা উচিত। চার বছর পর বাংলাদেশ টিমকে আমরা কেমন দেখতে চাই। তখন টিমের শক্তি কেমন হবে। কারা আমাদের ভবিষ্যতের তারকা। এটা নিয়ে কাজ করতে কোচকে কিন্তু সময় দিতে হবে। যে আমাদের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে সে রকম একজন কোচকে আনা উচিত।’

যেই কোচ হিসেবে আসুক না কেন, তাঁকে যথেষ্ট সময় দিতে হবে। পরবর্তী বিশ্বকাপের আগে একটি পূর্ণাঙ্গ দল তৈরিতে তড়িঘড়ি না করে সময় নিয়ে দল পুনর্গঠনে আত্মনিয়োগ করতে হবে বলে মনে করেন মাহমুদ, ‘আমরা তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাই। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অপেক্ষা করতে হবে। দলকে সময় দিতে হবে। পরবর্তী বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রক্রিয়ায় তৈরি করে নিতে আমাদের ধৈর্য ধরতে হবে।’

এদিকে এ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কায়। ওই সফরে ভারপ্রাপ্ত কোচের অধীনে খেলবে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ ভারপ্রাপ্ত কোচ নিয়ে গিয়েছিল।