শ্রীলঙ্কায় যাচ্ছেন মাশরাফি, লম্বা ছুটিতে সাকিব

স্ত্রী-সন্তান নিয়ে ছুটিটা বেশ কাটছে সাকিবের। ছবি: ইনস্টাগ্রাম
স্ত্রী-সন্তান নিয়ে ছুটিটা বেশ কাটছে সাকিবের। ছবি: ইনস্টাগ্রাম
>মাশরাফিকে নিয়েই যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ, সেটি জানিয়েছেন নির্বাচকেরা। তবে এই সফরে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের না থাকার কথাও শোনা যাচ্ছে। নির্বাচকেরা অবশ্য আশাবাদী শক্তিশালী দল নিয়ে লঙ্কানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপ শেষ, দুয়ারে শ্রীলঙ্কা সফর। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে পড়ে থাকার সময় কই? নির্বাচকেরা তাই আজ বসেছেন শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল নিয়ে। লঙ্কানদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে কে কে থাকছেন কিংবা কে কে থাকছেন না, সেটি অনেকটাই চূড়ান্ত করে ফেলেছেন দুই নির্বাচক।

মাশরাফিকে নিয়েই শ্রীলঙ্কা সফর
বিশ্বকাপের মাঝপথেই মাশরাফি বিন মুর্তজার অবসর প্রসঙ্গে অনেক কথা হয়েছে। টুর্নামেন্টের শেষে জানা গেছে, বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বিদায় নেবেন ঘরের মাঠেই কোনো সিরিজ খেলে। ২০ জুলাই মাশরাফির নেতৃত্বেই যে বাংলাদেশ লঙ্কা সফরে যাচ্ছে, সেটি অনেকটাই পরিষ্কার নির্বাচকদের কথায়। নির্বাচক হাবিবুল বাশার চিন্তিত শুধু অধিনায়কের চোট নিয়ে, ‘মাশরাফির ফিটনেস তার ওপর নির্ভর করছে অনেকটাই। তাকে একটা ফিটনেস টেস্ট দিতে হবে। সে হিসেবে একটু চিন্তা অবশ্য আছে। তবে ও কিন্তু চোট নিয়েই বিশ্বকাপ খেলেছে। একটু সময় পেয়েছে ফিট হয়ে ওঠার। আশা করছি শ্রীলঙ্কা সফরের আগে সে পুরোপুরি ফিট হয়ে যাবে। আর সে খেলবে না, এমন কোনো খবর আমাদের কাছে আসেনি।’

অধিনায়ক মাশরাফির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
অধিনায়ক মাশরাফির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। ছবি: প্রথম আলো

লম্বা ছুটিতে সাকিব

বিশ্বকাপে দুর্দান্ত খেলা সাকিব আল হাসানের ছুটিটা যে দারুণ কাটছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিবারের ছবি দেখে বোঝা যাচ্ছে। ইংল্যান্ড থেকে সাকিব সপরিবারে গেছেন সুইজারল্যান্ড, সেখান থেকে ইতালি। আরও কিছুদিনে ইউরোপে কাটিয়ে সাকিবের স্ত্রী-সন্তান চলে যাবে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক যাবেন সৌদি আরবে পবিত্র হজ পালন করতে। বিশ্বসেরা অলরাউন্ডার যে এক-দেড় মাসের মধ্যে দেশে আসবেন না, সেটি তাঁর পারিবারিক সূত্রে জানা গেল। বিশ্বকাপের পর সাকিব বিসিবির কাছে লম্বা ছুটি চেয়ে রেখেছেন। বোর্ড তাঁকে কত দিনের ছুটি দেবে, সেটি অবশ্য এখনো জানা যায়নি। তবে এটা অনেকটাই নিশ্চিত, শ্রীলঙ্কা সফরে সাকিব থাকছেন না। কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছিলেন, ‘সাকিব না খেললে আমাদের দুজনকে নিতে হবে। ব্যাটিং-বোলিং দুই জায়গায় শূন্যতা পূরণ হবে। এই শূন্য স্থান কাদের দিয়ে পূরণ হবে, সেটি নিয়ে আমরা বসব।’ আর হাবিবুল বললেন, ‘সাকিব ছুটিতে শুনেছি, কিন্তু তাঁর ছুটিটা মঞ্জুর হয়েছে কি না, এ ব্যাপারে আমরা এখনো জানি না।’

মাহমুদউল্লাহকে নিয়ে অনিশ্চয়তা
এজবাস্টনে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি পায়ের পেছনের মাংসপেশিতে চোট পাওয়ায়। পুরোপুরি ফিট না হয়েও পাকিস্তানের বিপক্ষে খেলে চোট আরও বেড়েছে। লন্ডন থেকে দেশে ফেরার দিনও দেখা গেল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন মাহমুদউল্লাহ। বিসিবি সূত্রে জানা গেল, তিন সপ্তাহের আগে মাহমুদউল্লাহর মাঠে ফেরা কঠিন। এর মাঝে আছে চিকিৎসা, বিশ্রাম, পুনর্বাসন-প্রক্রিয়া, স্কিল ট্রেনিং। ২৬ জুলাই থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের এ মিডল অর্ডারের খেলা কঠিনই। মাহমুদউল্লাহর বিকল্পও তাই ভাবতে হচ্ছে নির্বাচকদের। হাবিবুল অবশ্য বললেন, ‘এটা নির্ভর করছে চিকিৎসক ও মাহমুদউল্লাহর ওপর। আমরা এখনো অপেক্ষা করছি।’

এরই মধ্যে জানা গেছে বিয়ের তারিখ ঠিক হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না লিটন দাসের। সাকিব, মাহমুদউল্লাহ, লিটনকে না পাওয়া গেলেও হাবিবুল আশাবাদী বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই যেতে পারবে শ্রীলঙ্কায়, ‘এই সিরিজে নতুন করে শুরু করার দরকার। আশা করছি যে সবাইকে ফিট পাব। সেরা দল নিয়েই সেখানে যেতে পারব আশা করি।’