টেনিসের রোমাঞ্চে ফেদেরারের জয়

এমন ম্যাচ জয়ের পর উদ্‌যাপনে খামতি রাখা কী ঠিক হবে! ম্যাচ জয়ের পর রজার ফেদেরার। ছবি: এএফপি
এমন ম্যাচ জয়ের পর উদ্‌যাপনে খামতি রাখা কী ঠিক হবে! ম্যাচ জয়ের পর রজার ফেদেরার। ছবি: এএফপি

উইম্বলডন গ্র্যান্ড স্ল্যামে ১১ বছর পর দুজনে দেখা। সেদিনের ম্যাচটি যাঁরা দেখেছেন, এখনো চোখে লেগে থাকারই কথা! এত দিন পর নাদালকে সামনে পেয়ে মধুর প্রতিশোধ নিয়েছেন ফেদেরার।

পুরো ৩ ঘণ্টা ২ মিনিটের রোমাঞ্চকর এক ম্যাচে রাফায়েল নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। প্রথম সেটে হেরে গিয়েও ঘুরে দাঁড়ান নাদাল। তবে শেষটা ধরে রাখতে পারেননি। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে ৭-৬, ১-৬, ৬-৩, ৬-৪ গেমে হেরে যান স্প্যানিশ তারকা নাদাল।

২০০৮ সালে উইম্বলডন গ্র্যান্ড স্ল্যামে কাব্যিক এক ফাইনালে নাদালের কাছে হেরেছিলেন ফেদেরার। ৪ ঘণ্টা ৪৮ মিনিটের সেই ফাইনালে ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা ছুঁয়ে দেখেছিলেন নাদাল। ১১ বছর পর এই প্রতিযোগিতায় ফের মুখোমুখি হয়ে প্রতিশোধের সুযোগটা হাতছাড়া করেননি ফেদেরার!

শুক্রবার সেমিফাইনালে প্রথম সেটেই হেরে গিয়েছিলেন নাদাল। তবু দুর্দান্তভাবে ফিরে আসার মতো করেই খেলেছিলেন। দ্বিতীয় সেটেই ফেদেরারকে হারিয়ে সেই ইঙ্গিতও দেন। কিন্তু স্বপ্নের ক্যানভাসে শেষ আঁচড়টা ঠিকঠাক দিতে পারলেন না এই স্প্যানিয়ার্ড।
ফাইনালে ফেদেরারের মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ।