বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি?

অবসরের পর রাজনীতিতে আসতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? ছবি: রয়টার্স
অবসরের পর রাজনীতিতে আসতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? ছবি: রয়টার্স

অবসরের ঘোষণা এখনো আসেনি, তবে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার যে খুব বেশি দীর্ঘ হবে না, সেটি নিশ্চিত। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাহলে কী করবেন ধোনি? গুঞ্জন রটেছে, অবসরের পর রাজনীতিতে আসতে চলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়েই রাজনীতির মাঠে অভিষেক হচ্ছে ধোনির, এমনটাই খবর রটেছে।

বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় পাসওয়ান নিজে ধোনির রাজনীতিতে আসার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। অবসরের পর ধোনি রাজনীতিতে আসবেন, এটি না কি অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, এমনটাও জানিয়েছেন তিনি।

সঞ্জয় পাসওয়ান বলেছেন, ‘এ বিষয়ে (ধোনির রাজনীতিতে আসা) অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ধোনির অবসরের পরে। ধোনি আমার বন্ধু। বিশ্ব ক্রিকেটে সে খ্যাতিমান খেলোয়াড়। তাঁকে দলে নিয়ে আসার ব্যাপারে আলোচনা হচ্ছে।’

কিছুদিন আগে শেষ হওয়া ভারতীয় লোকসভা নির্বাচনের আগেও ধোনি ও বিজেপির মধ্যকার ভালো সম্পর্ক দেখা গেছে। নির্বাচনের আগে ‘সমর্থনের জন্য সম্পর্ক’ কর্মসূচির অংশ হিসেবে বেশ কয়েকজন তারকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেসব তারকাদের মধ্যে ছিলেন ধোনিও।

ধোনি নিজে অবশ্য এখনো রাজনীতিতে আসার ব্যাপারে টুঁ শব্দটিও করেননি। তবে কয়েক মাস পরেই ধোনির এলাকা ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অনেকে বলছেন, সে নির্বাচনে ধোনিকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা আছে বিজেপির।