লর্ডসের প্যাভিলিয়নের ওপর দিয়ে ছক্কা মারবেন রয়!

ইংলিশ ওপেনার জেসন রয়। ছবি: রয়টার্স
ইংলিশ ওপেনার জেসন রয়। ছবি: রয়টার্স
>লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লর্ডসের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়ান প্যাভিলিয়নের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চান জেসন রয়

চেষ্টা করেছিলেন অনেকেই। দু-একজন ধারে-কাছেও পৌঁছেছেন। কিন্তু কেউ আলবার্ট ট্রটের কীর্তিকে ফিরিয়ে আনতে পারেননি। ১৮৯৯ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল এমসিসি। সে ম্যাচে লর্ডসের প্যাভিলিয়নের ওপর দিয়ে ছক্কা মেরেছিলেন ট্রট। কথিত আছে, বলটা চিমনির ওপর বাউন্স খেয়ে পাশের বাগানে পড়েছিল। জেসন রয় আজ বিশ্বকাপ ফাইনালে এমন কিছুই করতে চান।

ইংল্যান্ডের এবার ফাইনালে ওঠার অন্যতম কারিগর রয়। ৭১ গড়ে ৭ ম্যাচে করেছেন ৪২৬ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে আছে ১৫৩ রানের ইনিংস। সে ম্যাচে স্পিনার মেহেদী হাসান মিরাজকে টানা তিন ছক্কা মেরেছিলেন এ ওপেনার। টানা চতুর্থ ছক্কাটি মারতে গিয়ে আউট হন রয়। শিক্ষাটা তখনই পেয়ে যান। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে পাওয়া শিক্ষাই সেমিফাইনালে কাজে লাগিয়েছেন রয়। ৬৫ বলে ৮৫ রানের ইনিংস দিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। সে ম্যাচেও টানা তিন ছক্কা রয়েছে রয়ের।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন আলবার্ট ট্রট। ছবি: লর্ডস ক্রিকেট গ্রাউন্ড টুইটার পেজ
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন আলবার্ট ট্রট। ছবি: লর্ডস ক্রিকেট গ্রাউন্ড টুইটার পেজ

এজবাস্টনে সে ম্যাচে ‘পার্ট টাইম’ স্পিনার স্টিভ স্মিথকে টানা তিন ছক্কা মারেন রয়। তৃতীয় ছক্কাটা গিয়ে পড়েছিল ১০১ মিটার দূরে সাউথ স্ট্যান্ড গ্যালারির চতুর্থ তলায়। এজবাস্টনের এ মাঠে অতবড় ছক্কা আর কেউ মারতে পারেনি। তবে স্মিথের চতুর্থ বলে আর ছক্কা মারার চেষ্টা করেননি রয়। কেন করেননি, সে কথা ফাইনালের আগে কাল জানালেন এ ওপেনার, ‘বাংলাদেশ ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। তাই চতুর্থ বলে মারার চেষ্টা করিনি। সেমির আগে ভেবেছিলাম কোনো স্পিনারকে পেলে আর ফুল পিচ ডেলিভারি পেলে মারব। তবে ১০১ মিটার শুনে হতাশ লেগেছে। ভেবেছিলাম পার হয়ে গেছে।’

বড় ছক্কা হাঁকানোর প্রতি বেশ টান আছে রয়ের। লর্ডসের বাউন্ডারির সর্বোচ্চ সীমানা ৮৫ মিটার। স্বাভাবিকভাবেই আজ ফাইনালে সেট হয়ে গেলে ছক্কা হাঁকানোর চেষ্টা করতে পারেন রয়। সংবাদকর্মীরা তাঁকে জানান, লর্ডসের ভিক্টোরিয়ান প্যাভিলিয়নের ওপর দিয়ে এ পর্যন্ত একজনই ছক্কা মারতে পেরেছেন—আলবার্ট ট্রট। এ কথা শুনেই রয় বেশ আগ্রহী হয়ে বলেছেন, ‘তাই নাকি? তাহলে কাল (আজ) চেষ্টা করে দেখার সুযোগটা নেওয়া যায়।’

১২০ বছর আগে ট্রট যে ছক্কাটি মেরেছিলেন তার দূরত্ব ছিল ৮৭ মিটার। আর উচ্চতা ছিল ১৭ মিটার। সারের এ ব্যাটসম্যান আজ ব্যাটে-বলে ঠিকমতো লাগাতে পারলে কে জানে, ট্রটের সেই ছক্কার স্মৃতি ফিরেও আসতে পারে।