ভারতের মিডিয়াই কোহলিদের বলছে চোকার!

ভারত সমর্থকদের মধ্যে জ্বলছে ক্ষোভের আগুন। ছবি: এএফপি
ভারত সমর্থকদের মধ্যে জ্বলছে ক্ষোভের আগুন। ছবি: এএফপি

অজিঙ্কা রাহানের মতো ব্যাটসম্যানের জায়গা হয় না বিশ্বকাপে। এর থেকেই বোঝা যায়, ভারত এত এত বিশ্বমানের ক্রিকেটার একসঙ্গে আগে কখনো পায়নি। কিন্তু সেরা এই ক্রিকেটারদের নিয়েই সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের বড় সাফল্য দুবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জেতা। ২০১৪ সাল থেকে কোনো বৈশ্বিক ট্রফি তারা জেতেনি। এই সময়কালে বৈশ্বিক টুর্নামেন্টে ৫টি সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ ভারত হেরেছে। এই পরিসংখ্যান সামনে এনে ভারতীয় মিডিয়াই বলছে, ক্রিকেটের নতুন চোকার কি তবে ভারত?

ভারতের শীর্ষ গণমাধ্যম জি নিউজ শিরোনাম করেছে: ‘আইসিসির টুর্নামেন্টগুলোতে ভারত কি ক্রিকেট বিশ্বের নতুন চোকার? পরিসংখ্যান তো তা-ই বলছে’ (আর ইন্ডিয়া দ্য ‘নিউ চোকার্স’ অব ওয়ার্ল্ড ক্রিকেট ইন আইসিসি টুর্নামেন্ট, স্ট্যাটিসটিকস রিভিল সো)।

জি নিউজ লিখেছে, ‘এটা অবশ্যই ভেবে দেখতে হবে যে ভারত গত ৫ বছরে আইসিসির টুর্নামেন্টগুলোতে ৫টি বড় নক আউট ম্যাচেই হেরেছে। মনে হচ্ছে, টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে ক্রিকেট বিশ্বের নতুন চোকার হয়ে উঠেছে, বিশেষত আইসিসির টুর্নামেন্টগুলোতে।’

যে নকআউট ম্যাচগুলোতে ব্যর্থ ভারত

প্রতিপক্ষ

ফল

ম্যাচ

টুর্নামেন্ট

ভেন্যু

সাল

শ্রীলঙ্কা

৬ উইকেট

ফাইনাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকা

২০১৪

অস্ট্রেলিয়া

৯৫ রান

সেমিফাইনাল

ওয়ানডে বিশ্বকাপ

সিডনি

২০১৫

উইন্ডিজ

৭ উইকেট

সেমিফাইনাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুম্বাই

২০১৬

পাকিস্তান

১৮০ রান

ফাইনাল

চ্যাম্পিয়নস ট্রফি

ওভাল

২০১৭

নিউজিল্যান্ড

১৮ রান

সেমিফাইনাল

ওয়ানডে বিশ্বকাপ

ওল্ড ট্র্যাফোর্ড

২০১৯

২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর পর দুবার এশিয়া কাপও জিতেছে তারা। ভারতের নামের পাশে আরও কিছু বড় সাফল্য যোগ হতেই পারত। ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত হতাশ হয়েছে। ২০১৪-র ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা। দুই বছর পর নিজ দেশে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত আকস্মিকভাবে হেরে যায় সেমিফাইনালে, ওয়েস্ট ইন্ডিজের কাছে। এই দুই টুর্নামেন্টের মাঝে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারায় অস্ট্রেলিয়া।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত হেরে যায় পাকিস্তানের কাছে। আর এবার গ্রুপ পর্বে সবচেয়ে সেরা পারফর্ম করা দল ভারত সেমিফাইনালে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। ভারতের এই পাঁচ হারের তিনবারই দায় বিরাট কোহলির ওপরেই পরে। তিনবারই যে কোহলি ব্যর্থ হয়েছেন নিদারুণভাবে!

এই ৫ ম্যাচে কোহলির রান

প্রতিপক্ষ

টুর্নামেন্ট

ভেন্যু

রান

সাল

শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকা

৭৭

২০১৪

অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপ

সিডনি

২০১৫

উইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুম্বাই

৮৯*

২০১৬

পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফি

ওভাল

২০১৭

নিউজিল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপ

ওল্ড ট্র্যাফোর্ড

২০১৯