সুপার ওভার টাই হলে আরেকটি সুপার ওভার?

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে শচীন টেন্ডুলকার। ছবি: এএফপি
বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে শচীন টেন্ডুলকার। ছবি: এএফপি
>দম আটকানো বিশ্বকাপ ফাইনালে খেলা দুবার টাই হওয়ার পর বাউন্ডারি নিয়মে জিতেছে ইংল্যান্ড। এ নিয়ে কদিন ধরেই প্রশ্ন তুলে যাচ্ছেন বিশ্লেষক থেকে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শচীন টেন্ডুলকার এগিয়ে এলেন সমাধান নিয়ে

তাহলে সমাধান কী? শচীন টেন্ডুলকার দিলেন সেই উত্তর। বললেন, বাউন্ডারির হিসাব না করে ন্যায্য হতো, দুই দলকে আবারও সুপার ওভারে মুখোমুখি করানো, ‘আমার মনে হয় বিজয়ী বেছে নিতে কোন দল বেশি বাউন্ডারি মেরেছে তার বদলে আরেকটি সুপার ওভার খেলা যেত। এটি শুধু বিশ্বকাপ ফাইনাল নয়, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। ফুটবলে যেমন, খেলা যখন অতিরিক্ত সময়ে গড়ালে আর কোনো কিছুই গুরুত্ব পায় না।’

বিশ্বকাপ ফাইনালে রোববার নিউজিল্যান্ড কত রান বা উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড তা বলার জো নেই। দুই দলের ইনিংস শেষে ম্যাচ টাই। নিয়ম অনুযায়ী, সুপার ওভারের খেলা গড়ায়। এক ওভারের সে ম্যাচ শেষেও দুই দলের স্কোর সমান। অর্থাৎ আবারও টাই। এমন পরিস্থিতিতেও নিয়ম রয়েছে আইসিসির। সুপার ওভারে যদি দুই দল সমান রান করে, তখন বাউন্ডারি মারার হিসাব চলে আসে। মূল ম্যাচ ও সুপার ওভার মিলিয়ে যে দল সবচেয়ে বেশি বাউন্ডারি মারবে, তারাই জিতবে সুপার ওভার। আর এ হিসাবে ইংল্যান্ড মেরেছে ২৬ বাউন্ডারি, নিউজিল্যান্ড ১৭টি। অর্থাৎ ইংল্যান্ডই জয়ী।

কিন্তু এটি কতটুকু যুক্তিসংগত সমাধান? বিশেষ করে এমন ম্যাচে যেখানে পারফরম্যান্স বিচারে দুই দলকে আলাদা করার যায় খুব সামান্যই। শেষ বল পর্যন্ত কোনো দলই হাল ছাড়েনি। এমন ম্যাচ টাই হওয়ার পর বেশি বাউন্ডারি মারার নিয়মটি যেন ‘কাবারের মধ্যে হাড্ডি’! এ কারণেই ফলটা মেনে নিতে পারছেন না অনেকেই। টেন্ডুলকারও পারছেন না। তাই এগিয়ে এলেন সমাধান নিয়ে। শুধু বিশ্বকাপ ফাইনাল নয়, যেকোনো ম্যাচেই তা চালু করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান ও সেঞ্চুরির মালিক।

টেন্ডুলকার আরও একটি বিষয়ে কথা বলেছেন। ভারত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর আইপিএলের ফরম্যাটে বিশ্বকাপ আয়োজনের কথা বলেছিলেন বিরাট কোহলি। যেখানে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল ফাইনালে উঠতে অন্তত দুটি সুযোগ পাবে। এটাই আইপিএলের ফরম্যাট। বিশ্বকাপ গ্রুপপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ দল হিসেবে সেমিতে উঠেছিল কোহলির দল। আর টেবিলের দ্বিতীয় দল ছিল অস্ট্রেলিয়া। শীর্ষ দুই দলই বাদ পড়ে সেমিফাইনাল থেকে।

কোহলির সে কথা প্রসঙ্গেই টেন্ডুলকারকে জিজ্ঞেস করা হয়েছিল, বিশ্বকাপের নকআউট পর্বে ফরম্যাট পাল্টানোর দরকার আছে কি না? টেন্ডুলকার এর পক্ষেই, ‘গোটা টুর্নামেন্টে ভালো খেলে যারা শীর্ষ দুটি স্থানে থাকবে, তাদের জন্য অবশ্যই কিছু না কিছু তো থাকা উচিত।’

আরেকটি সুপার ওভার খেলানোর কথা শুধু টেন্ডুলকার নন আরও দু-একজন সাবেক এর আগে বলেছেন। তবে এ ক্ষেত্রে একটি মজার প্রশ্ন থেকে যায়। পরের সুপার ওভারেও খেলা যদি টাই হয় তখন কী হবে!