কোচ নির্বাচনে এবার কোহলির কথা শোনা হবে না

ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: এএফপি
ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: এএফপি
ভারতের জাতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ খুঁজছে বিসিসিআই। নতুন এ কোচ নির্বাচনপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করার সুযোগ নেই অধিনায়ক বিরাট কোহলির

অনিল কুম্বলের জায়গায় রবি শাস্ত্রীর কোচ হওয়ার পেছনে বিরাট কোহলির একটা ভূমিকা ছিল। কিন্তু এবার আর সেটি হচ্ছে না। ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ বাছাইয়ে কোহলির ভূমিকা কিংবা তাঁর কোনো কথা শোনা হবে না বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক অফিশিয়াল।

ভারতের জাতীয় ক্রিকেট দলের হেড কোচসহ সাপোর্ট স্টাফদের নিয়োগে নতুন করে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কাল এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। হেড কোচ বেছে নেওয়ার সব কার্যক্রম পরিচালনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কপিল দেবের নেতৃত্বধীন ক্রিকেট পরামর্শক কমিটি (সিএসি)। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক অফিশিয়াল ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘এর আগে সাবেক কোচ অনিল কুম্বলের সঙ্গে নিজের সমস্যা কিংবা দলের সমস্যার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু নতুন নির্বাচন প্রক্রিয়ায় কে কোচ হবে না হবে তা নিয়ে কিছুই বলতে পারবে না। এবার কোচ নির্বাচন প্রক্রিয়ায় কপিল দেব আছেন, তিনি কোহলির কথা শুনবেন না।’

কোচ নির্বাচনের পর সাপোর্ট স্টাফও (কোচের সহকারীরা) বেছে নেবে বিসিসিআইয়ের এই সিনিয়র কমিটি। এ নিয়ে সেই অফিশিয়ালের উক্তি, ‘সাপোর্ট স্টাফও বেছে নেবেন নির্বাচক কমিটি। সাধারণত দলীয় ঐক্য বাড়াতে হেড কোচকে সাপোর্ট স্টাফ নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়। এবার হেড কোচ আগেই (সাপোর্ট স্টাফের আগে) বেছে নেওয়া হলে তিনি এ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন।’

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতের হেড কোচ পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল কুম্বলেকে। সাবেক এ লেগ স্পিনারের কাজের ধরন পছন্দ হয়নি কোহলির। এরপর রবি শাস্ত্রীকে কুম্বলের জায়গায় নিয়োগ দেওয়া হয় এবং ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয় তাঁর সঙ্গে। এবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে ভারত। শাস্ত্রী এবং তাঁর কোচিং স্টাফের মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত।

আগামী ১৫ সেপ্টেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ভারত। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, এ সিরিজের আগেই হেড কোচ নির্বাচনপ্রক্রিয়া সারতে চায় সিএসি। আবার কোচ হতে চাইলে নতুন করে আবেদন করতে হবে শাস্ত্রীকে।