ধোনির ব্যাপারে ধোনির পথেই হাঁটা উচিত, বললেন গম্ভীর

মহেন্দ্র সিং ধোনি। ছবি: এএফপি
মহেন্দ্র সিং ধোনি। ছবি: এএফপি
>

মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকতে দলের ভবিষ্যতের কথা ভেবে তরুণ ক্রিকেটারদের তুলে এনেছিলেন। এবার ধোনির ব্যাপারেও একইভাবে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর

মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকতে ভারতীয় দলের ভবিষ্যতের কথা ভেবে তরুণ ক্রিকেটারদের তুলে এনেছিলেন। এখন ঠিক একইভাবে ভেবে ‘বাস্তব সিদ্ধান্ত’ নেওয়ার সময় বলে মনে করেন গৌতম গম্ভীর। ধোনির অবসর নেওয়া প্রসঙ্গে এ কথা বলেছেন ভারতের সাবেক এ ওপেনার। অনেকে মনে করছেন, বিশ্বকাপ সেমিফাইনালেই ভারতের হয়ে শেষ ওয়ানডে খেলে ফেলেছেন ধোনি। যদিও অবসর নিয়ে ধোনি নিজে এখনো খোলাসা করে কিছুই বলেননি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দল বেছে নিতে রোববার বৈঠকে বসবেন ভারতের নির্বাচক কমিটি। এ সফরে ধোনিকে রাখা হবে কি না তা নিয়ে গুঞ্জন চলছে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান নিয়ে কোনো প্রশ্ন চলে না। ২০০৭ সালে ভারতকে অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন, ২০১১ সালে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ। আর ২০১৩ সালে দেশকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। কিন্তু ধোনির বয়সটাও তো দেখতে হবে। ৩৮ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান সদ্য সমাপ্ত বিশ্বকাপে ধীর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছেন। গম্ভীর মনে করেন, ধোনিকে নিয়ে আবেগ এক পাশে সরিয়ে রেখে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার এটাই সময়।

দেশটির এক সংবাদমাধ্যমকে গম্ভীর বলেন, ‘ভবিষ্যতে তাকানোটা গুরুত্বপূর্ণ। ধোনি অধিনায়ক থাকতে এটাই করেছে। মনে পড়ে অস্ট্রেলিয়ায় থাকতে সে বলেছিল, শেবাগ ও শচীন একসঙ্গে সিবি সিরিজ খেলতে পারবে না কারণ মাঠ বেশি বড়। বিশ্বকাপে তরুণদের খেলানোর ইচ্ছা ছিল তাঁর। আবেগী হওয়ার থেকে তাই বাস্তববাদী হওয়া প্রয়োজন। আর তরুণদেরও তৈরি করতে হবে। ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, ইষাণ কিষান কিংবা যে কোনো উইকেটরক্ষক—যাকে সম্ভাবনাময় মনে হবে তাকে উইকেটরক্ষক বানানো উচিত।’

অর্থাৎ দলের ভবিষ্যৎ ভেবে ধোনি যেভাবে সুরেশ রায়না, রবিচন্দ্র অশ্বিনের মতো তরুণদের তুলে এনেছিলেন ঠিক একইভাবে ধোনির জায়গায় যোগ্য কোনো তরুণকে তুলে আনা উচিত, এমন ইঙ্গিতই করেছেন গম্ভীর। তরুণেরা পর্যাপ্ত সুযোগ না পেলে দলের হয়ে পারফর্ম করতে পারবে না বলেও মনে করেন তিনি। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিবিদ বনে যাওয়া গম্ভীর ধোনিকে অন্যতম সেরা অধিনায়ক বলেই মনে করেন।

তবে ভারতের সাফল্যের পেছনে সব কৃতিত্ব ধোনিকে দেওয়া অনুচিত বলেই মনে করেন গম্ভীর, ‘পরিসংখ্যান দেখলে বুঝবেন সে তখন সেরা অধিনায়ক। কিন্তু তার অর্থ এই নয় যে অন্য অধিনায়কেরা খারাপ করেছে। সৌরভ গাঙ্গুলি ভালো করেছে; দেশের বাইরে আমরা তার নেতৃত্বে জিতেছি। বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় আমরা ওয়ানডে সিরিজ আর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছি। এটা সত্য যে ধোনি দুটো বিশ্বকাপ জিতেছে। কিন্তু সাফল্যের সব কৃতিত্ব যেমন অধিনায়ককে দেওয়া ঠিক নয় তেমনি প্রত্যাশামতো পারফর্ম করতে না পারলে শুধু তার সমালোচনা করাও অনুচিত।’