সাইফউদ্দিনও যাচ্ছেন না শ্রীলঙ্কায়, ফিরলেন তাসকিন

আবারও বাংলাদেশ দলে ফিরলেন তাসকিন। ছবি: প্রথম আলো
আবারও বাংলাদেশ দলে ফিরলেন তাসকিন। ছবি: প্রথম আলো

এমন পাগুলে সন্ধ্যা বাংলাদেশ ক্রিকেটে আগে কখনো এসেছে? একের পর এক দুঃসংবাদ ভেসে আছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। শ্রীলঙ্কা সফরের আগের দিন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছিটকে পড়েছেন চোটে পড়ায়। নতুন দুঃসংবাদ, এই সফরে যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনেরও।

রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন প্রথম আলোকে বললেন, ‘মাশরাফি নেই। সাইফউদ্দিনও যাচ্ছে না শ্রীলঙ্কায়। পিঠের চোটে পড়ায় শ্রীলঙ্কায় যেতে পারছে না সে।’ মাশরাফি–সাইফউদ্দিনের জায়গায় কে কে যাচ্ছেন, সেটিও বললেন মিনহাজুল, ‘আমরা ফরহাদ রেজা আর তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করছি শ্রীলঙ্কা সফরে।’

ফরহাদ ও তাসকিন দুজনই অবশ্য গত মে মাসে আয়ারল্যান্ড সফরে ছিলেন। তবে ওই সিরিজে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তাঁদের। তাসকিন এই মুহূর্তে আছেন ভারতে। বিসিবি একাদশের হয়ে ড. ডি ওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে আজ ৫ উইকেটও পেয়েছেন। এর মধ্যে তাসকিন পেলেন এই সুখবর।

আরও পড়ুন