সিনিয়রদের ক্রিকেটজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ছবি: টুইটার
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ছবি: টুইটার
>

পাকিস্তান ক্রিকেটকে পাল্টাতে জাতীয় দলের ম্যানেজমেন্টে আধুনিক তারকা ক্রিকেটারদের প্রয়োজন বলে মনে করেন শোয়েব আখতার। কিংবদন্তি এ পেসারের কোচ হওয়ার কোনো ইচ্ছে নেই। তবে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত এমন চার সিনিয়র ক্রিকেটারের ক্রিকেটজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব

পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইনজামাম-উল হক। কোচ মিকি আর্থারের চাকরিও যায় যায় অবস্থা। এ অবস্থায় পাকিস্তান দলের ভবিষ্যৎ কৌশল কী হবে, সে ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দিলেন শোয়েব আখতার। তাতেই প্রশ্ন উঠেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ কি পাকিস্তানের কোচ হতে হান? শোয়েব অবশ্য সরাসরি বলেছেন, কোচ হওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই। তবে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত চার সিনিয়রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব।

বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। পয়েন্ট টেবিলের পাঁচে থেকে বিদায় নিতে হয়েছে। এরপর থেকেই মুণ্ডুপাত চলছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের। কোচ মিকি আর্থার যেকোনো সময় ছাঁটাই হতে পারেন বলে গুঞ্জন চলছে দেশটির সংবাদমাধ্যমে। এর মধ্যে ইউটিউবে পাকিস্তানের ভবিষ্যৎ কৌশল নিয়ে কথা বলেছেন শোয়েব। কিংবদন্তি এ পেসার পাকিস্তান জাতীয় দলকে নতুন পথের সন্ধান দিতে আধুনিক ‘তারকা’ ক্রিকেটারদের প্রয়োজন, যাঁরা আধুনিক ক্রিকেট সমন্ধে জানেন।

শোয়েব আখতার বলেন, ‘তারকা ইমেজ রয়েছে—এমন আধুনিক ক্রিকেটার খুঁজতে বলেছি পাকিস্তানকে। তারা দলের মানসিকতা পাল্টে দিতে পারবে, কারণ আধুনিক ক্রিকেট সমন্ধে তারা জানে।’ ভালো দল বানাতে ‘তারকা’ ম্যানেজমেন্টের বিকল্প নেই বলেই মনে করেন শোয়েব, ‘তারকা ইমেজ রয়েছে—এমন ম্যানেজমেন্ট না থাকলে বিজয়ী দল গড়া যায় না, তারকা বানানোও সম্ভব হয় না। সত্যি বলতে, আমি যেসব সিনিয়রের সঙ্গে কাজ করেছি, তারা ক্রিকেট সমন্ধে জানে না। হ্যাঁ, তারা হয়তো বড় মাপের ব্যাটসম্যান কিংবা বোলার, কিন্তু ক্রিকেট সমন্ধে তারা কিছুই জানে না। আধুনিক ক্রিকেটের বিষয়াদি তাদের অজানা।’

বর্তমান টিম ম্যানেজমেন্ট নিয়ে মোটেও সন্তুষ্ট নন ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির এ পেসার। অসন্তোষ জানাতে গিয়েই বিস্ফোরক এক তথ্য প্রকাশ করেছেন শোয়েব। পাকিস্তান দলের সঙ্গে যুক্ত—এমন চার সিনিয়রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চার সিনিয়র তারকাকে জিজ্ঞেস করেছিলাম, তৃতীয় পাওয়ারপ্লেতে সার্কেলের বাইরে কজন ফিল্ডার থাকে? তারা বলতে পারেনি। অথচ তারা সবাই পাকিস্তানের হয়ে কোচিং করাতে চায়। নিজেদের তারকা ইমেজ পুঁজি করে কোচ হতে চায়।’

শুধু তারকা ইমেজ কিংবা রেফারেন্সের ওপর ভিত্তি করে দায়িত্ব দেওয়ার প্রথা পাকিস্তান ক্রিকেটে নতুন কিছু না। শোয়েব সে কথাই বলার সঙ্গে বিপদটাও স্মরণ করিয়ে দিলেন, ‘এরা শেখাতে পারবে না। চক্রেই আটকে থাকবেন কি না, সেটি আপনাদের ব্যাপার (পিসিবির উদ্দেশে)। আপনারা এটাই চাইলে দুঃখ নিয়ে বলতে হচ্ছে ফলটা হবে ভয়াবহ।’ শোয়েবের নিজের কোচ হওয়ার কোনো ইচ্ছা নেই। সে কথা পরিষ্কার করেই বললেন সাবেক এ ফাস্ট বোলার, ‘আমার চাকরির প্রয়োজন নেই। কোথাও থাকতেই হবে, আমি সে ধরনের কেউ নই। সৃষ্টিকর্তা আমাকে সব দিয়েছে।’