তাইজুলের রঙিন হয়ে ওঠার পালা

ওয়ানডে অভিষেকের পর ৫ বছরে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন রঙিন পোশাকে। টেস্ট ক্রিকেটার হিসেবেই যে পরিচিতি তাইজুল ইসলামের। এবার সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডেতেও দায়িত্ব পালনের পালা তাইজুলের।
তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম

বিশ্বকাপের পর এক সপ্তাহের বিশ্রাম ছিল। ক্রিকেটারদের অনেকে এ সময়টায় খেলা নিয়ে কথাই বলতে চাননি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলে প্রায় দুই মাসের মতো দেশের বাইরে থাকার ধকলটা বোঝা যাচ্ছিল তাঁদের আচরণে। তবে বেশি দিন ক্রিকেট থেকে দূরে থাকতে পারলেন না ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু হয়ে যায় ১৭ জুলাই থেকেই। দেশে তিন দিন অনুশীলন করে গত পরশু শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কাল তিন ঘণ্টা অনুশীলন করে আন্তর্জাতিক ক্রিকেটের চেনা রুটিনে ফিরেছে তারা। 

শ্রীলঙ্কা সফরের দলে অবশ্য বিশ্বকাপের দলের অনেকেই নেই। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোটের কারণে ছিটকে পড়েছেন। চোটের কারণে নেই মোহাম্মদ সাইফউদ্দিনও। ছুটিতে আছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস। আপৎকালীন অধিনায়কের দায়িত্ব সামলাবেন তামিম ইকবাল। ওয়ানডে দলে ফিরেছেন এনামুল হক, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা ও তাইজুল ইসলাম। ‘এ’ দলের খেলা থাকায় জাতীয় দলের সঙ্গে কলম্বো যেতে পারেননি এনামুল, ফরহাদ, মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। এই চার ক্রিকেটার কলম্বো যাবেন আজ। এ ছাড়া তাইজুল ও তাসকিন ভারত থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন। দুজনই বিসিবি একাদশের হয়ে ভারতের কর্ণাটকে চার দিনের ক্রিকেটের টুর্নামেন্টে খেলছিলেন।

তাইজুলের শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পাওয়াটা অবাক করার মতোই। ২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। মাঝে অন্য দুই বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম ও সানজামুল ইসলামকে ওয়ানডে ক্রিকেটের জন্য তৈরি করা হচ্ছিল। কিন্তু হুট করেই টেস্ট মেজাজে থাকা তাইজুলকে নেওয়া শ্রীলঙ্কা সফরের দলে। অভিষেকের পর গত পাঁচ বছরে মাত্র চারটি ওয়ানডে খেলা তাইজুলের প্রতি নির্বাচকদের আকৃষ্ট হওয়ার কারণ, বিসিবি একাদশের হয়ে তাঁর ভারত সফরের পারফরম্যান্স। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ৮ উইকেট ও ডি ওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নেন তাইজুল।
দীর্ঘদিন পর ওয়ানডে দলে এসেছেন, তবু আলাদা অনুভূতি কাজ করছে না তাইজুলের মধ্যে। দলের চেনা আবহাওয়াটাই তাঁর কাজ সহজ করে দিয়েছে। অনুশীলন শেষে তাইজুল বলছিলেন, ‘দলে আমরা সবাই সবাইকে সাহায্য করি। সেভাবেই করছি। আশা করি, ভালো কিছু হবে। সবার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে।’

শ্রীলঙ্কা সিরিজে সাকিবের জায়গায় বাঁহাতি স্পিনে মূল ভরসা তাইজুল। টেস্ট ক্রিকেটে বেশ কয়েকবার সাকিবের বদলি হিসেবে স্পিন আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। এবার ওয়ানডেতেও সে দায়িত্ব পালনের পালা। তাইজুল অবশ্য অত দূর চিন্তা করছেন না। নিজের দায়িত্বটাই শুধু পালন করে যেতে চান, ‘সাকিব ভাই বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আমি তাঁর বিকল্প হিসেবে আসিনি। চেষ্টা থাকবে ভালো কিছু করার।’
সাকিব-মাশরাফির মতো অভিজ্ঞরা দলে নেই। নেই বিশ্বকাপে ভালো খেলা সাইফউদ্দিন ও লিটনও। অন্যদিকে সিরিজ হবে শ্রীলঙ্কার ঘরের মাঠে। ২৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের সিরিজে স্বাগতিকেরাই এগিয়ে। তাইজুলের মত অবশ্য ভিন্ন, ‘আমাদের দল এখন বেশ ভালো অবস্থানে আছে। শ্রীলঙ্কার চেয়ে আমাদের দল যে খারাপ, এটা কেউ বলতে পারবে না। যারা ভালো খেলবে, তারাই ভালো ফল পাবে। সবারই চেষ্টা থাকবে ভালো খেলার।’