বিশ্বকাপ-ব্যর্থতা ভুলতে হবে, নয়তো আবার ব্যর্থ হতে হবে

আজ প্রস্তুতি ম্যাচে কথা বলেছে মিঠুনের ব্যাট। ছবি: এএফপি
আজ প্রস্তুতি ম্যাচে কথা বলেছে মিঠুনের ব্যাট। ছবি: এএফপি
>মিঠুন করেছেন ৯১ রান, বাংলাদেশ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা জিতেছে ৫ উইকেটে। মিঠুন বলছেন, বিশ্বকাপ-ব্যর্থতা ভুলতে তাঁরা এই সফরে ভালো করতে চান

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। ২১, ২৬ ও ০—তিন ম্যাচে ৪৭ রান করার পর টুর্নামেন্টের বাকিটা সময় মোহাম্মদ মিঠুন ছিলেন ‘পর্যটক’ হয়ে। এবার শ্রীলঙ্কা সফরে যে তিনি পর্যটক হয়ে থাকতে চান না আজ কলম্বোয় শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে ৯১ রান করে সে বার্তা দিয়ে রেখেছেন তিনি।

বিশ্বকাপে মিঠুন নিজে ভালো করতে পারেননি। দলও ভালো ফল নিয়ে ফিরতে পারেনি। ব্যর্থতা পেছনে ফেলতে শুধু মিঠুনেরই নয়, পুরো দলেরই এবারের শ্রীলঙ্কা সফরে ভালো করা জরুরি। আজ ম্যাচ শেষ মিঠুন তাই বলছেন, ‘বিশ্বকাপে যে ফল, যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি। বিশ্বকাপের ফল নিয়ে আপনারা যতটা উদ্বিগ্ন আমরা তার চেয়ে বেশি উদ্বিগ্ন। কারণ, আমরা খেলেছি। দায়ভার অবশ্যই আমাদের নিতে হবে। নিজেকে প্রস্তুত করেছি নতুন সিরিজের জন্য। ওটা ভুলে যদি নতুন করে শুরু করতে না পারি মনে হয় ওই ফল ফিরে আসার আশঙ্কা বেশি। ওটা ভুলে শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ ধরে ধরে মনোযোগ দিতে পারলে আশা করি সফল হতে পারব।’

বাংলাদেশ সফল হতে পারবে কিনা, সেটি সিরিজ শেষে বলা যাবে। তবে প্রস্তুতি ম্যাচে ভালো করায় দল আত্মবিশ্বাসের রসদ খুঁজে পেয়েছে, সেটিই বললেন মিঠুন, ‘যেকোনো সিরিজে শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। যেকোনো ক্রিকেটার কিংবা দল হিসেবে আত্মবিশ্বাসী থাকা ভালো। আমরা যদি আত্মবিশ্বাসী থাকতে পারি দিন শেষে এটা কাজে দেবে।’

দল হিসেবে শুধু নয়, মিঠুনকে আত্মবিশ্বাসী করছে তিন নম্বর পজিশনে খেলার ব্যাপারেও। সাকিব আল হাসানের অনুপস্থিতে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ের তিন নম্বর জায়গাটা কাকে দিয়ে পূরণ হবে, এমন একটা প্রশ্ন উঠেছিল। প্রস্তুতি ম্যাচে দারুণ এক ইনিংস খেলে মিঠুন কি জানিয়ে রাখলেন, আপাতত তিনি এই পজিশনে সেরা পছন্দ? বাংলাদেশ দলের এ টপ অর্ডার ব্যাটসম্যান অবশ্য হাসলেন, ‘‘আসলে ওভাবে চিন্তা করিনি। সাকিব ভাইয়ের জায়গায় ব্যাটিং করছি। সাকিব ভাই যেহেতু নেই, ওখানে কাউ না কাউকে ব্যাটিং করতে হবে। সাধারণত যারা ওপরে যারা ব্যাটিং করে তাদের দায়িত্ব লম্বা ইনিংস খেলা। আমি আজ সেটাই চেষ্টা করছি।’

আজ যেভাবে খেলেছেন মিঠুন যদি সিরিজেও ছন্দটা ধরে রাখতে পারেন, বড় একটা চিন্তা দূর হবে টিম ম্যানেজমেন্টের।