হঠাৎ বাংলাদেশ দলে শফিউল

শ্রীলঙ্কায় যাচ্ছেন শফিউল। ছবি: প্রথম আলো
শ্রীলঙ্কায় যাচ্ছেন শফিউল। ছবি: প্রথম আলো

প্রস্তুতি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের। সফরের মাঝপথেই একজন পেসার অন্তর্ভুক্ত হচ্ছেন দলে। দলে ফিরেছেন শফিউল ইসলাম। দলের সঙ্গে তিনি যোগ দেবেন কাল।

দলের কেউ চোট পাননি কিংবা কেউ ফিরেও আসছেন না। তবুও আরও একজন পেসারের অন্তুর্ভুক্তি প্রসঙ্গে প্রধানে নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘টিম ম্যানেজমেন্ট আরও একজন পেসার চেয়েছে বলে শফিউলকে অন্তর্ভুক্তি করা হয়েছে। ওখানে নাকি অনেক গরম। হাতে বিকল্প খেলোয়াড় বেশি রাখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। আর আমরা দল দিয়েছি ১৪জনের। বাড়তি আরেকজনের জায়গা তো খালি ছিলই।’

শফিউল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে। মাঝে বেশ কবার দলে ডাক পেয়েছেন। তবে ম্যাচ আর খেলা হয়নি। কাল দুপুরে কলম্বোয় রওনা দেওয়ার কথা ২৯ বছর বয়সী পেসারের।