ভেঙে যাচ্ছে মিনহাজুল-হাবিবুলের নির্বাচক কমিটি?

দুই নির্বাচক মিনহাজুল-হাবিবুলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তবে? ছবি: প্রথম আলো
দুই নির্বাচক মিনহাজুল-হাবিবুলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তবে? ছবি: প্রথম আলো

মিনহাজুল আবেদীনের যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। হঠাৎ টিকিট বাতিল করা হয়েছে প্রধান নির্বাচকের। মিনহাজুলের না যাওয়া অর্থ শ্রীলঙ্কা সফরে এবার কোনো নির্বাচকই থাকছেন না। আরেক নির্বাচক হাবিবুল বাশার পারিবারিক সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। একটা সফরে দলের সঙ্গে কোনো নির্বাচক নেই, নিকট অতীতে এমন দৃশ্য কখনোই দেখা যায়নি। কদিন আগে বিশ্বকাপে ভাগে ভাগে দুই নির্বাচকই দলের সঙ্গে ছিলেন ইংল্যান্ডে।

সূত্র বলছে, বিসিবি মিনহাজুলকে শ্রীলঙ্কায় পাঠাতে চাচ্ছে না অন্য কারণে। শনিবারের বোর্ড সভায় তাঁর মেয়াদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ। বিসিবি ভাবছে, মিনহাজুল যদি আর প্রধান নির্বাচক হিসেবে না-ই থাকেন, তাঁকে শ্রীলঙ্কায় পাঠিয়ে কী হবে! যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন অন্য কথা, ‘টিকিট বাতিলের সঙ্গে প্রধান নির্বাচকের মেয়াদ শেষ হওয়ার কোনো সম্পর্ক নেই। দেশে “এ” দলের খেলা চলছে। বিসিবি চাইছে তিনি এই খেলার দিকে চোখ রাখুন। তবে হ্যাঁ, নির্বাচকদের পারফরম্যান্স নিয়ে এই বোর্ড সভায় আলোচনা হবে। তাঁদের মেয়াদ বাড়বে কি বাড়বে না, সেটির সিদ্ধান্ত বোর্ড সভাতেই চূড়ান্ত হবে। তার আগে কিছু বলার উপায় নেই।’ বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও বললেন একই কথা, ‘বোর্ড সভায় চূড়ান্ত হতে হবে আগে। তার আগে নির্বাচকদের মেয়াদ নিয়ে কিছু বলার উপায় নেই।’

দুই নির্বাচক অবশ্য এ নিয়ে কোনো কথা বলতে চাননি। তবে এই নির্বাচক প্যানেলের শেষের বাঁশি যে বেজে গেছে, সেটি তাঁরাও বোধ হয় অনুধাবন করতে পারছেন। বিসিবির একজন পরিচালক জানালেন, বোর্ড চাইছে নির্বাচক প্যানেলে একটা পরিবর্তন আনতে। মিনহাজুল নির্বাচক হিসেবে আছেন অর্ধ যুগের বেশি সময় হয়ে গেছে। ২০১৬ সালে ফারুক আহমেদ সরে দাঁড়ালে প্রধান নির্বাচক হন মিনহাজুল। হাবিবুলও অর্ধযুগের বেশি সময় নির্বাচক হিসেবে কাজ করছেন।

এই প্যানেলের অধীনে বাংলাদেশ দল যেমন সাফল্য পেয়েছে, তেমনি ব্যর্থতাও কম নয়। আছে অনেক স্মরণীয় বিজয়, আছে অনেক বিতর্কও। এবার বিশ্বকাপ দল বা আয়ারল্যান্ড সফরে কিছু খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নিয়েও কম আলোচনা হয়নি। সবশেষ শ্রীলঙ্কা সফরের দল নিয়ে অসন্তুষ্টি আছে টিম ম্যানেজমেন্টের। আজ যেমন হঠাৎ শফিউল ইসলামকে দলে নেওয়া হয়েছে। উপমহাদেশের চেনা কন্ডিশনে হঠাৎ কেন আরেকজন পেসারের অন্তর্ভুক্তি? গত দুদিনের অনুশীলন আর আজ প্রস্তুতি ম্যাচে তাসকিন আহমেদ আর ফরহাদ রেজার বোলিংয়ে ভীষণ অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। দলে তাই আরেকজন বিকল্প পেসারের প্রয়োজনীয়তা অনুভব করেছে টিম ম্যানেজমেন্ট। সফরের মাঝে যদি বাড়তি পেসার দরকার হয়, দল নির্বাচনের শুরুতে এটি ভাবেননি নির্বাচকেরা?

বিসিবির নির্বাচক প্যানেল যদি বদলেই যায়, নতুন নির্বাচক হিসাবে কে কে আসছেন, সেটি পরে। বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ বাড়বে না শেষ হবে, সেটি তো আগে চূড়ান্ত হতে হবে।