নীলফামারীতেই বসুন্ধরার শিরোপা উৎসব?

আজই শিরোপা উৎসব করতে পারে বসুন্ধরা। ফাইল ছবি
আজই শিরোপা উৎসব করতে পারে বসুন্ধরা। ফাইল ছবি
>

নীলফামারীতে আজ মোহামেডানকে হারাতে পারলেই লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়

বসুন্ধরা কিংসের লিগ শিরোপাজয় কেবলই সময়ের ব্যাপার। হাতে আছে তিন ম্যাচ। যেকোনো একটি জিতলেই শিরোপা চলে যাবে বসুন্ধরা আবাসিক এলাকায়। কিন্তু তিন ম্যাচের চিন্তা কে করছে, আজই শিরোপা বগলদাবা করে নীলফামারী থেকে ফিরতে চায় দলটি। সেখানে আজ মোহামেডানকে হারাতে পারলেই শিরোপা জয়ের ঘণ্টা বেজে উঠবে বসুন্ধরার। নীলফামারীর ফুটবলপ্রেমীরা আজ শেখ কামাল স্টেডিয়ামে কি সে উৎসব দেখতে পাবেন?

নীলফামারীতে বসুন্ধরা-মোহামেডান ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। তবে উৎসবটা সিলেটেই করতে পারত বসুন্ধরা। কিন্তু শিরোপা জয় তো হয়ইনি, উল্টো শেখ রাসেল ক্রীড়াচক্রের কাছে হেরে অপরাজিত থাকার খেতাবটা হাতছাড়া হয় দলটির। কে জানে, ঘরের মাঠ নীলফামারীতেই হতে পারে শিরোপা উৎসব! লিগের প্রথম পর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছিল বসুন্ধরা।

মোহামেডানকে হারিয়ে দেবেই বসুন্ধরা, সে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে ভালো একটি ফুটবল ম্যাচ উপভোগের নিশ্চয়তা দেওয়াই যায়। আজ ম্যাচটি হতে পারে বসুন্ধরার আক্রমণভাগ বনাম মোহামেডানের অঙ্ক কষা ফুটবলের লড়াই। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন আক্রমণাত্মক ফুটবলের পূজারি। বিপরীতে রক্ষণভাগ জমাট রেখে প্রতি–আক্রমণে ম্যাচ বের করে আনার সুনাম রয়েছে সাদা-কালোদের ঐতিহ্যবাহী কোচ সিন লেনের।

নীলফামারী মাঠটা দানিয়েল কলিন্দ্রেস, নুরুল নাঈম ফয়সালদের কাছে হাতের তালুর মতো চেনা। ঘরের মাঠে শিরোপা উৎসবের জন্য তর সইছে না বসুন্ধরার। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের কণ্ঠে আত্মবিশ্বাস, ‘আমরা চাই এ ম্যাচটি জিতেই শিরোপা নিশ্চিত করতে। ম্যাচটি জেতার জন্য খেলোয়াড়েরা মরিয়া হয়ে আছে।’

বসুন্ধরার শিরোপা উৎসব ঠেকাতে সব কৌশলই নিতে চাইবে মোহামেডান। শেষ কয়েক ম্যাচে দারুণ ফুটবল খেলছে তকলিচ, সুলেমানরা। আবাহনীকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দলটি। আগের ম্যাচে নোফেলকেও ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। খাদের কিনারা থেকে জেগে ওঠা মোহামেডান নিয়ে তাই সতর্ক বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন, ‘মোহামেডান ভালো খেলছে এখন। তাদের বিপক্ষে জিততে আমাদের সেরাটা দিতে হবে।’

২১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আগেই অবনমন শঙ্কা এড়িয়েছে মোহামেডান। এখন তাদের লক্ষ্য পয়েন্ট টেবিলে ভদ্রস্থ একটা চেহারায় থেকে লিগ শেষ করা। মোহামেডান কোচ সিন লেনের কণ্ঠে তাই হুংকার, ‘আবাহনীর বিপক্ষে যেমন ফুটবল খেলেছি। বসুন্ধরার বিপক্ষে সেভাবে খেলতে পারলে, আমরাই জিতব।’

হঠাৎ জ্বলে ওঠা মোহামেডান হুংকার দিচ্ছে। অন্যদিকে শিরোপা উৎসবের সব প্রস্তুতি সেরেই নীলফামারী গিয়েছে বসুন্ধরা। জম্পেশ একটা লড়াই যে হবে, এ নিয়ে আর সন্দেহ নেই। নীলফামারীবাসী ইচ্ছে করলেই গ্যালারিতে বসে দেখতে পারেন সেই ধুন্ধুমার লড়াই। সঙ্গে শিরোপা উৎসব দেখার সম্ভাবনা তো থাকছেই।