অবশেষে আফগানদের হারাল 'ছায়া' জাতীয় দল

দুর্দান্ত বোলিং করেছেন আবু জায়েদ। প্রথম আলো ফাইল ছবি
দুর্দান্ত বোলিং করেছেন আবু জায়েদ। প্রথম আলো ফাইল ছবি
>আফগানিস্তান ‘এ’ দলকে আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এসে হারাতে পারল বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের এ সিরিজে প্রথম দুই ম্যাচে হেরেছে স্বাগতিকেরা।

নামে বাংলাদেশ ‘এ’ দল হলেও ‘প্রায়’ জাতীয় দলই বলা যায়। সাব্বির রহমান, এনামুল হক জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় থাকায় আজ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় আনঅফিশিয়াল ওয়ানডে খেলেননি। অর্থাৎ আগের দুটি ম্যাচের তুলনায় কিছুটা খর্ব শক্তির দল নিয়েই সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছিল ‘এ’ দল। সে লড়াইয়ে আবু জায়েদের (৪/২৮) দারুণ বোলিংয়ে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। সাদামাটা এ লক্ষ্য তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে এগিয়ে ছিল আফগানিস্তান ‘এ’ দল। আজ তৃতীয় ম্যাচটি জিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশের দ্বিতীয় দল। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ে নামেন ‘এ’ দল অধিনায়ক ইমরুল কায়েস। বিশ্বকাপে দর্শক হয়ে থাকা পেসার আবু জায়েদ মাত্র ৫.৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন। স্পিনার মেহেদী হাসান ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ৩২.৪ ওভার পর্যন্ত টিকেছে আফগানিস্তান ‘এ দলের ইনিংস। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ইব্রাহিম জাদরান।

তাড়া করতে নেমে ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা ভয়ই ধরিয়ে দিয়েছিল স্বাগতিকেরা। চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ ও আফিফ হাসানের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন ফজলে মাহমুদ। অন্য প্রান্তে ২১ রানে অপরাজিত ছিলেন আফিফ।

জাতীয় দলের ছায়া ‘এ’ দল তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোয় জমে উঠল সিরিজ। শনিবার সাভারে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে সোমবার সিরিজের শেষ ম্যাচ।