যে জয় ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে

প্রস্তুতি ম্যাচের জয় দল নিয়ে আত্মবিশ্বাসী করে তুলেছে কোচ মাহমুদকে। ছবি: প্রথম আলো
প্রস্তুতি ম্যাচের জয় দল নিয়ে আত্মবিশ্বাসী করে তুলেছে কোচ মাহমুদকে। ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কায় গত দুটি সফরই দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। নিদাহাস ট্রফির ফাইনালের শেষ বলের দুঃখ ভুলে গেলে ফাইনালের পথে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত দুটি জয়ের স্মৃতি মনে পড়ার কথা।

এর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় এসেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি থেকে অবসরের জন্য বিখ্যাত হয়ে ওঠা সে সিরিজেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তিন সংস্করণের তিনটিতেই একটি করে জয়। কোনো সিরিজই হারেনি তারা, ফিরেছে তিনটি টাই সিরিজের অর্জন নিয়ে।

এবারের শ্রীলঙ্কা সফরে তবু আশার পাল তোলা তো দূরে থাক, ভেলা ভাসাতেই ইচ্ছে দেখাচ্ছে না অনেকে। একে তো দলের সেরা পারফরমার (খোলাসা করে বললে সাকিব আল হাসান) নেই, তারপর শেষ মুহূর্তে চোট ছিটকে দিয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। অবসর ঘোষণা দেওয়া ম্যাচের সে জয়টাই তাই শ্রীলঙ্কায় ক্রিকেটার মাশরাফির শেষ স্মৃতি হয়ে থাকল।

সাকিব-মাশরাফি ছাড়াও দলে নেই লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন। লাসিথ মালিঙ্গাবিহীন (সিরিজের শেষ দুই ম্যাচে থাকবেন না) শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখতে হচ্ছে তাদের মাটিতে। কিন্তু প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে পাওয়া জয়ের পর নিজেদের পিছিয়ে রাখতে চান না কোচ খালেদ মাহমুদ। সাধারণত এসব প্রস্তুতি ম্যাচ অগুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া হতাশা ঝেড়ে ফেলে ঝরঝরে হয়ে ওঠার জন্য এমন জয়ের নাকি দরকার ছিল, ‘জেতা অভ্যাসের ব্যাপার, সব সময়ই এটা বলি। সব সময় এটা মাথায় রাখি। গতকালের প্রস্তুতি ম্যাচের জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

শুধু ৫ উইকেটের জয় কিংবা বড় রান তাড়া করতে ঠান্ডা মাথায় খেলতে পেরেছে বলেই নয়, এ জয়ের মূল্য অন্যখানে, ‘ইংল্যান্ড থেকে নতুন কন্ডিশনে আসা। বাংলাদেশে যদিও এ রকমই গরম হয়তোবা (বিনয় বলে ধরে নিন, শ্রীলঙ্কার উত্তাপ বাংলাদেশের চেয়ে যথেষ্ট বেশি)। কিন্তু এখানে গরমটা একটু বেশ গায়ে লাগে। সে অনুযায়ী ভালোই মানিয়ে নিতে পেরেছে। অনুশীলন ম্যাচটাও খুব ভালো হয়েছে। দল ২৭৮ (২৮২) খুব সহজে পেরিয়ে গেছে। যদিও ৫ উইকেট হারিয়েছি তবে অনায়াসেই জিতেছি।’

বোলিংয়ে মাশরাফি কিংবা সাইফউদ্দিনের শূন্যস্থান পূরণ নিয়ে দল এখনো ভাবনায় আছে। কিন্তু ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর মিলে গেছে কালকের অনুশীলন ম্যাচে। মাহমুদ তাই সিরিজ নিয়ে আশাবাদী হতে পারছেন আগের চেয়ে একটু বেশি, ‘মিঠুনের তিনে নামা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সব মিলিয়ে আমরা মনে করি, এটা ভালো জয় ছিল। প্রথম ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে থাকা যাচ্ছে।’