গ্রিজমানকে নিষিদ্ধ করতে চায় অ্যাটলেটিকো!

>
বার্সার হয়ে একটা প্রীতি ম্যাচও খেলে ফেলেছেন গ্রিজমান। ছবি : টুইটার
বার্সার হয়ে একটা প্রীতি ম্যাচও খেলে ফেলেছেন গ্রিজমান। ছবি : টুইটার

অ্যাটলেটিকো ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পরেও ফরাসি স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজমানকে নিয়ে নাটক যেন থামছেই না। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ বাই আউট ক্লজ পরিশোধ না করেই গ্রিজমানকে নিয়ে গেছে বার্সেলোনা, অভিযোগ অ্যাটলেটিকোর। সঠিক অঙ্কের বাই আউট ক্লজ পরিশোধ না করা পর্যন্ত গ্রিজমানকে যেন বার্সেলোনার খেলোয়াড় হিসেবে নিবন্ধন করতে দেওয়া না হয়, সে ব্যাপারে লা লিগা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে অ্যাটলেটিকো

অথচ কত আশা করেই না অ্যাটলেটিকো থেকে বার্সায় নাম লিখিয়েছিলেন আঁতোয়ান গ্রিজমান! বার্সেলোনায় যাবেন, মেসি-সুয়ারেজদের সঙ্গে খেলবেন। বার্সেলোনায় খেলা মানে তো ট্রফি জেতার সম্ভাবনাও অনেক বেড়ে যাওয়া, অ্যাটলেটিকোতে বলতে গেলে তেমন কিছুই জিততে পারেননি। কিন্তু সেটি আর হচ্ছে কোথায়? তাঁকে নিয়ে এক রকম কদর্য খেলায়ই মেতে উঠেছে অ্যাটলেটিকো-বার্সা। বার্সা বলছে, সঠিক অঙ্কের বাই আউট ক্লজ দিয়েই গ্রিজমানকে কেনা হয়েছে। অ্যাটলেটিকোর পাল্টা যুক্তি, মূল বাই আউট ক্লজ থেকে ৭২ মিলিয়ন পাউন্ড কম দিয়েছে বার্সা। আর এ দাম পরিশোধ না করলে গ্রিজমান যেন লা লিগাতে আর খেলতে না পারে, সেই আবেদনও করেছে অ্যাটলেটিকো।

গ্রিজমানকে কেনার বিষয়টি বেশ কিছু দিন আগে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বার্সেলোনা। অ্যাটলেটিকোর বেঁধে দেওয়া ১০৮ মিলিয়ন পাউন্ডের বাই আউট ক্লজ ভেঙেই গ্রিজমানকে নিয়ে এসেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় এসেছেন গ্রিজমান। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বার্সার অংশ থাকবেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার। গ্রিজমানের জন্য ৮০০ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজও নির্ধারণ করে দিয়েছে বার্সেলোনা।

একটি ক্লাব যখন তার কোনো খেলোয়াড়কে বিক্রি করতে অনিচ্ছুক থাকে, তখন অন্য ক্লাব সেই খেলোয়াড়ের জন্য নির্ধারিত রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করে তাঁকে কিনে নিতে পারে। সে ক্ষেত্রে দুটি ক্লাবের মধ্যে ওই খেলোয়াড়কে নিয়ে কোনো সরাসরি চুক্তি হয় না। রিলিজ ক্লজের সমান অর্থ দিতে ইচ্ছুক ক্লাবটি সংশ্লিষ্ট লিগ কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ করে। লিগ কর্তৃপক্ষ তখন খেলোয়াড়ের সাবেক ক্লাবকে ওই অর্থ বুঝিয়ে দেয়। গ্রিজমানের চুক্তির ক্ষেত্রেও ঠিক এটিই হয়েছে। গ্রিজমানের জন্য ১০৮ মিলিয়ন পাউন্ড অ্যাটলেটিকোকে নয়, বার্সেলোনা বরং লা লিগা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে।

তবে অ্যাটলেটিকো দাবি করেছে, ১০৮ মিলিয়ন পাউন্ড নয়, গ্রিজমানের বাই আউট ক্লজ এখন ১৮০ মিলিয়ন পাউন্ড। কারণ হিসেবে তারা বলেছে, গ্রিজমানের সঙ্গে বার্সেলোনা যখন চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে, তখন গ্রিজমানের বাই আউট ক্লজ ১০৮ মিলিয়ন নয়, ১৮০ মিলিয়ন পাউন্ড ছিল। গ্রিজমানের জন্য তাই আরও অর্থ দিতে হবে, এমনটাই দাবি অ্যাটলেটিকোর, ‘(গ্রিজমানের জন্য) যে পরিমাণ অর্থ জমা করা হয়েছে, সেটা তাঁর রিলিজ ক্লজ ভাঙার জন্য যথেষ্ট নয়। কারণ এটা পরিষ্কার, তাঁর মূল্য ১৮০ মিলিয়ন থেকে ১০৮ মিলিয়নে নেমে আসার আগেই তাদের দুই পক্ষের চুক্তি হয়ে গিয়েছিল।’

এই বছরের জুলাই মাসের আগ পর্যন্ত গ্রিজমানের বাই আউট ক্লজ ছিল ১৮০ মিলিয়ন পাউন্ড, যেটা কি না জুলাইয়ের পর চুক্তি অনুযায়ী কমে ১০৮ মিলিয়নে দাঁড়িয়েছে। মাস খানেক আগে গ্রিজমান অ্যাটলেটিকো ছাড়ার ঘোষণা দিলেও কোথায় যোগ দেবেন, সেটা বলেননি। গ্রিজমানের বার্সায় যোগ দেওয়ার বিষয়টা নিশ্চিত হয়েছে জুলাই মাসের এক তারিখের পর। ফলে গ্রিজমানের বাই আউট ক্লজের ঐ শর্তের পূর্ণ সুবিধা নিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো দাবি করেছে, গ্রিজমান যখন অ্যাটলেটিকো ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, তখনই বার্সার সঙ্গে তাঁর চুক্তির সবকিছু নির্ধারিত হয়ে গিয়েছিল। তাই ১০৮ মিলিয়ন পাউন্ড নয়, সম্পূর্ণ ১৮০ মিলিয়ন পাউন্ডই দিতে হবে। আর অ্যাটলেটিকোকে যদি এই অর্থ পরিশোধ করা না হয়, তাহলে গ্রিজমান যেন লা লিগাতেই আর খেলতে না পারেন, সেই আবেদনও লা লিগার কাছে করে রেখেছে তারা।

অভিযোগের বিষয়টা নিশ্চিত করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস, ‘হ্যাঁ, অ্যাটলেটিকো আমাদের কিছু কাগজপত্র পাঠিয়েছে যেখানে জিজ্ঞেস করা হয়েছে গ্রিজমানকে বার্সেলোনার হয়ে খেলতে দেওয়া উচিত কি না। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। কোনো অনিয়ম দেখলে আমরা চাইলে খেলোয়াড়ের নিবন্ধন বাতিলও করতে পারি।’

একই অভিযোগপত্র স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনেও পাঠিয়েছে অ্যাটলেটিকো।