টেস্টে ধোনির ৭ নম্বর জার্সির কী হবে?

>
সংক্ষিপ্ত সংস্করণে ৭ নম্বর জার্সি পরে খেলে থাকেন ধোনি। ছবি: এএফপি
সংক্ষিপ্ত সংস্করণে ৭ নম্বর জার্সি পরে খেলে থাকেন ধোনি। ছবি: এএফপি

টেস্টে খেলোয়াড়দের জার্সিতে নাম ও নম্বর রাখার নিয়ম চালু করেছে আইসিসি। নিয়মটি কার্যকর হবে ১ আগস্ট অ্যাশেজ সিরিজ দিয়ে। ২২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। এ সিরিজে ভারতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের জার্সি নম্বর পরে মাঠে নামতে চান। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সিটি কেউ পরতে চান না। জোর গুঞ্জন চলছে, ধোনি অবসর নেওয়ার পর তাঁর ৭ নম্বর জার্সিটি তুলে রাখতে পারে বিসিসিআই

অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট ক্রিকেটে ১৪২ বছরের প্রথা ভেঙে টেস্ট চ্যাম্পিয়নশিপে জার্সির পেছনে থাকবে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর। তবে ভারতীয় ক্রিকেটে সম্ভবত একটু অন্য পথেই হাঁটবে। আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেবে বিরাট কোহলির দল। এ সিরিজে ভারতের ৭ নম্বর জার্সিটি সম্ভবত কেউ পরবে না। এটি ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর। সাবেক অধিনায়কের এ জার্সি সম্ভবত তুলেই রাখতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।

১ আগস্ট থেকে শুরু হচ্ছে অ্যাশেজ। সে মাসেরই ২২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারত। এ সিরিজে শুধু ধোনির জার্সি নম্বর নয়, আরও একটি জার্সি স্বাভাবিকভাবেই অব্যবহৃত থাকবে। শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি। দলের বর্তমান ক্রিকেটারেরা সম্মানের দেখিয়েই টেন্ডুলকারের জার্সি নম্বরটি ব্যবহার করেন না। আর ভারতীয় কিংবদন্তির এ জার্সি নম্বর বেশ আগেই ‘অনানুষ্ঠানিক অবসর’-এ পাঠিয়েছে বিসিসিআই।

ধোনি টেস্ট ছেড়ে দিলেও সংক্ষিপ্ত সংস্করণে খেলা চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর এ জার্সি নম্বর ব্যবহারের সুযোগ দলের আর কারও নেই। বাকি রইল টেস্ট সংস্করণ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের জার্সি নম্বর টেস্টেও ব্যবহার করতে চান। আর এতে টেস্টে ধোনির জার্সি নম্বর দলের বাকিদের ব্যবহার না করার সম্ভাবনা অনেক বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ে এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘বিরাট ১৮ নম্বর জার্সি পরবে, রোহিত ৪৫। বেশির ভাগ খেলোয়াড়ই টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজেদের জার্সি নম্বর ব্যবহার (টেস্টে) করবে। ধোনি টেস্ট ছেড়ে দেওয়ায় ৭ নম্বর জার্সিটি খালি পড়ে আছে। তবে দলের বাকি খেলোয়াড়দের এ জার্সি ব্যবহারের সম্ভাবনা খুব কম। ৭ নম্বর জার্সি বলতে লোকে ধোনিকে বুঝে থাকে। ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ শেষ হলেই জার্সির (টেস্টের) চালান পৌঁছাবে।’

জার্সি আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো যায় না। এর আগে টেন্ডুলকার অবসর নেওয়ার পর তাঁর ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন পেসার শার্দুল ঠাকুর। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনার শিকার হতে হয়েছিল বিসিসিআইকে। এরপরই টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি অনানুষ্ঠানিকভাবে তুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টেন্ডুলকারের জার্সি নিয়ে সে বিতর্ক থেকে শিক্ষা নিয়েই ধোনির ব্যাপারে একই ভুল করতে চায় না বিসিসিআই। যেহেতু ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ধোনির জার্সি নম্বর দলের আর কারও ব্যবহার না করার সম্ভাবনা অনেক বেশি, তাই সাবেক এ অধিনায়ক অবসর নেওয়ার পর তাঁর জার্সি নম্বরও তুলে রাখার কথা ভাবছে ভারতীয় বোর্ড।

সীমিত ওভারের ক্রিকেটে খেলোয়াড়দের পোশাকের পেছনে নাম ও নম্বর থাকলেও টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের পোশাকে আদি ব্যাপারটিই ধরে রাখা হয়েছিল এত দিন। কিন্তু অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্টে খেলোয়াড়ের জার্সিতে নাম ও নম্বর রাখার নিয়ম চালু হবে। টেস্ট সংস্করণকে আরও জনপ্রিয় করে তোলা এবং গ্যালারি থেকে দর্শকেরা মাঠের খেলোয়াড়কে সহজেই যেন চিনতে পারেন, সে ব্যবস্থা করতেই জার্সির পেছনে নাম ও নম্বর রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি