ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পারল

প্রথম ম্যাচে হারলেও সিরিজে সমতায় ফিরতে পেরেছে মেয়েদের ইমার্জিং দল। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা
প্রথম ম্যাচে হারলেও সিরিজে সমতায় ফিরতে পেরেছে মেয়েদের ইমার্জিং দল। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা
>

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইমার্জিং উইমেন সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশের নারীদের ইমার্জিং দল। কাল দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল

দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় অধরাই থেকে আছে ছেলেদের জাতীয় দলের। কোনো সংস্করণে স্বাগতিকদের বিপক্ষে ছেলেদের জাতীয় দল কখনো কোনো ম্যাচ জিততে পারেনি। সেখানে জয়ের নিদান পেতে ছেলেদের জাতীয় দল চাইলে মেয়েদের সাহায্য নিতে পারে! রসিকতা হলো? মেয়েরা যেহেতু জিতেছে তাই একটু রসিকতা তো করাই যায়। তবে জাতীয় দল নয়, মেয়েদের ইমার্জিং দল জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে।

ইমার্জিং উইমেন সিরিজে প্রথম আনঅফিশিয়াল ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছিল মেয়েরা। কাল প্রিটোরিয়ায় লড়াইটা ছিল সিরিজ বাঁচানোর। আগে ব্যাট করে মেয়েদের সামনে ২৩৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল প্রোটিয়া ইমার্জিং দল। ৪২ রানে ৪ উইকেট নেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। ২ উইকেট নেন পেসার রিতু মণি।

ব্যাটিংয়ে নেমে কেউ ফিফটি না পেলেও ৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী ইমার্জিং দল। দুটি চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে এ জয় তুলে নিয়েছে মেয়েরা। ৪৮ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন, রিতু মণির ব্যাট থেকে এসেছে ৪২ রান। শেষ দিকে সোবহানা মুস্তারির ১৮ বলে অপরাজিত ২৯* আর অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ২৪ বলে ২৯ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জয়ে।

তিন ম্যাচের এ আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে মেয়েরা।