শফিউলকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন শফিউল। প্রথম আলো ফাইল ছবি
প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন শফিউল। প্রথম আলো ফাইল ছবি
>

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দলে ফিরেছেন শফিউল ইসলাম

কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দলের পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে শফিউল ইসলামকে। প্রস্তুতি ম্যাচে তাসকিন একটু বেশি রান দেওয়ার কারণেই সম্ভবত শফিউলকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০১৬ সালের অক্টোবরের পর আবারও ওয়ানডে খেলার সুযোগ পেলেন শফিউল।

স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ। সঙ্গে সাব্বির রহমানও হাত ঘোরাতে পারেন। আর মিডিয়াম পেসার হিসেবে সৌম্য সরকারকেও কাজে লাগাতে পারেন অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসান ছুটিতে থাকায় ব্যাটিংয়ে তিন নম্বরে তাঁর জায়গায় খেলবেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।