তামিম সর্বোচ্চই করেছিলেন

মালিঙ্গাকে কোনোভাবেই আটকাতে পারেননি তামিম। ছবি: এএফপি
মালিঙ্গাকে কোনোভাবেই আটকাতে পারেননি তামিম। ছবি: এএফপি

অবিশ্বাস্য এক বল ছিল সেটি। একদম শেষ মুহূর্তে বাঁক নিয়ে এসে ব্যাটের নিচ দিয়ে ভেঙে দিয়েছে তামিমের স্ট্যাম্প। এমন এক বলই করলেন লাসিথ মালিঙ্গা। সেটাও নিজের বিদায়ী মঞ্চে এসে!

এমন বিদায় সবার ভাগ্যে জোটে না। মালিঙ্গা কেমন দুর্দান্ত, সেটা তামিমই আজ সবচেয়ে ভালো বলতে পারবেন। সংবাদ সম্মেলনে এসে তামিম তাই কোনো রাখঢাক রাখেননি। সোজাসাপ্টা প্রশংসায় মেতেছেন মালিঙ্গার, ‘সে সব সময় বিশেষ বোলার ছিল। এটা তাঁর শেষ ম্যাচ হোক আর না হোক, সে সব সময় স্পেশাল। সে যা সবচেয়ে ভালো করে, সেটাই করেছে। আজ সে আসলেই দুর্দান্ত ছিল।’

আজ তামিম ও সৌম্য দুজনই আউট হয়েছেন মালিঙ্গার ইয়র্কারে। এর মাঝেও অসংখ্য ইয়র্কার দিয়েছেন মালিঙ্গা। সবাই জানেন মালিঙ্গার পরিকল্পনা কী, তবু তাঁকে আটকানো যায় না। এতটাই ভয়ংকর এই পেসার। তামিমও বলছেন, তিনিও জানতেন কোন মিসাইল ধেয়ে আসছে তাঁর দিকে। নিজের সর্বোচ্চটা দিয়েও নাকি আটকানো যায়নি মালিঙ্গাকে, ‘শুধু আমি না, সবাই জানত সে ইয়র্কার দিতে যাচ্ছে। কিন্তু এমন কিছু বল আছে, যখন আপনি কিছুই করতে পারবেন না। আমার আউটটা দেখেন, ওই বলটা একদম শেষ মুহূর্তে সুইং করেছে। তখন আসলে কী করা যায়? আমি আমার সর্বোচ্চ করেছি। তৃতীয় বলটাও ইয়র্কার ছিল। খুব ভালো ইয়র্কার ছিল, সেটাও ভালোভাবেই খেলেছিলাম। কিন্তু এর পরেরটা আমার জন্য একটু বেশিই ভালো ছিল। এ বলে আমাকে হার মেনে নিতেই হয়েছে।’