নতুন মৌসুমে কেমন হলো ক্লাবগুলোর জার্সি

এই জার্সি পরেই নতুন মৌসুমে মাঠ মাতাবেন রোনালদো। ছবি: টুইটার
এই জার্সি পরেই নতুন মৌসুমে মাঠ মাতাবেন রোনালদো। ছবি: টুইটার
>

ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। নতুন মৌসুমে কোন জার্সি পরে খেলবে ক্লাবগুলো? আসুন একনজরে দেখে নেওয়া যাক

আগামী মাস থেকে শুরু হচ্ছে ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুম। নতুন মৌসুমে নতুন জার্সি পরে মাঠে নামবে ক্লাবগুলো। এর মধ্যেই নতুন মৌসুমে ক্লাবগুলোর জার্সি কেমন হবে, তা প্রকাশ হয়েছে। তা, ক্লাবগুলোর জার্সি কেমন হলো নতুন মৌসুমে?

রিয়ালের হোম জার্সি। ছবি : টুইটার
রিয়ালের হোম জার্সি। ছবি : টুইটার


রিয়াল মাদ্রিদ
যথারীতি রিয়াল মাদ্রিদের হোম জার্সির রং সাদা। সাদার মধ্যে সোনালি ফিতে আঁকা জার্সিতে এবার বার্নাব্যু মাতাবেন রামোস-বেনজেমারা। রিয়ালের জার্সির পৃষ্ঠপোষক যথারীতি অ্যাডিডাস। 

রিয়ালের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
রিয়ালের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

রিয়ালের অ্যাওয়ে জার্সি এবার বেশ প্রশংসা কুড়িয়েছে। গাঢ় নীলের মধ্যে কালো আর সোনালি রঙের ডিজাইনে মার্সেলো, বেনজেমাদের মানিয়েছে বেশ। 

বার্সেলোনার হোম জার্সিতে পিকে ও নারী দলের এক খেলোয়াড়। ছবি : টুইটার
বার্সেলোনার হোম জার্সিতে পিকে ও নারী দলের এক খেলোয়াড়। ছবি : টুইটার


বার্সেলোনা
বার্সেলোনার হোম জার্সি দেখে এবার ক্রোয়েশিয়ার জার্সি ভেবে ভুল হতে পারে। নাইকির পৃষ্ঠপোষক করা জার্সির ডিজাইনটাই হয়েছে এমন! 

বার্সেলোনার অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
বার্সেলোনার অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

হলুদের মধ্যে চিরপরিচিত মেরুন-নীল স্ট্রাইপ। বার্সার অ্যাওয়ে জার্সিটা এবার বেশ মনকাড়া। 

অ্যাটলেটিকোর হোম জার্সি। ছবি : টুইটার
অ্যাটলেটিকোর হোম জার্সি। ছবি : টুইটার


অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদের আগের অ্যাওয়ে জার্সিগুলোর সঙ্গে আসন্ন মৌসুমের হোম জার্সির তেমন একটা ফারাক নেই। পৃষ্ঠপোষক নাইকি। 

অ্যাটলেটিকোর অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
অ্যাটলেটিকোর অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

অ্যাটলেটিকোর অ্যাওয়ে জার্সি এবার একদম কালো। মাঝে লেখার হরফগুলো গাঢ় গোলাপি রঙের। 

লিভারপুলের হোম জার্সি। ছবি : টুইটার
লিভারপুলের হোম জার্সি। ছবি : টুইটার


লিভারপুল
সাবেক ম্যানেজার বব পেইসলিকে সম্মান জানিয়ে এবার জার্সির ডিজাইন করেছে লিভারপুলের পৃষ্ঠপোষক নিউ ব্যালেন্স। গত বছরের মতো এবার হোম জার্সিতে কোনো কলার নেই।

লিভারপুলের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
লিভারপুলের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

অ্যাওয়ে জার্সি এবার সাদা বানিয়েছে লিভারপুল। সাদার মধ্যে কালো হরফে লেখা থাকবে সালাহ-ফিরমিনোদের নাম। 

লিভারপুলের থার্ড জার্সি। ছবি : টুইটার
লিভারপুলের থার্ড জার্সি। ছবি : টুইটার

লিভারপুলের থার্ড কিটের ডিজাইন এবার একটু অন্য রকম। কালোর মধ্যে 'মিন্ট গ্রিন' বর্ণের ডিজাইন দেখা যাবে এই জার্সিতে। 

ম্যানচেস্টার ইউনাইটেডের হোম জার্সিতে পগবারা। ছবি : টুইটার
ম্যানচেস্টার ইউনাইটেডের হোম জার্সিতে পগবারা। ছবি : টুইটার


ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৯৯ সালে বিখ্যাত ট্রেবল জিতেছিল 'ম্যানচেস্টার ইউনাইটেড'। বিশ বছর পর সেই কীর্তিকে স্মরণ করে সেবারের মতো হোম জার্সি বানিয়েছে ইউনাইটেডের পৃষ্ঠপোষক অ্যাডিডাস। 

ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

পগবা-লিনগার্ডদের অ্যাওয়ে জার্সির বর্ণ এবার গোলাপি। 

চেলসির হোম জার্সি। ছবি : টুইটার
চেলসির হোম জার্সি। ছবি : টুইটার


চেলসি
যথারীতি নীল বর্ণের হোম জার্সি বানিয়েছে চেলসি। নীলের ভেতর গাঢ় নীল বর্ণের ডিজাইন। 

চেলসির অ্যাওয়ে জার্সি ছবি : টুইটার
চেলসির অ্যাওয়ে জার্সি ছবি : টুইটার

চেলসির অ্যাওয়ে জার্সি এবার সাদা বর্ণের, গাঢ় নীল বর্ণে লেখা থাকবে উইলিয়ান-জর্জিনহোদের নাম। পৃষ্ঠপোষক নাইকি এই জার্সিতে রেখেছে কলার। 

ম্যানচেস্টার সিটির হোম জার্সি। ছবি : টুইটার
ম্যানচেস্টার সিটির হোম জার্সি। ছবি : টুইটার


ম্যানচেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা যথারীতি তাদের হোম জার্সিতে আকাশি রঙের প্রাধান্য বজায় রেখেছে, স্ট্রাইপে এসেছে বেগুনি রং। জার্সির পৃষ্ঠপোষক পুমা। 

ম্যানচেস্টার সিটির অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
ম্যানচেস্টার সিটির অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

সিটির অ্যাওয়ে জার্সিতে এবার কালো-হলুদ রঙ দেখা যাবে। জার্সিতে আগুয়েরোকে মানাচ্ছে বেশ! 

সিটির থার্ড কিট। ছবি : টুইটার
সিটির থার্ড কিট। ছবি : টুইটার

পেপ গার্দিওলা আসার পর থেকে সিটি যেন মোটামুটি বার্সা হয়ে গিয়েছে, অন্তত খেলার স্টাইলের দিক দিয়ে। গার্দিওলার অধীনে বার্সা যেমন খেলত, সিটিও তেমনই খেলে। এবার জার্সিতেও বার্সাকে মনে করিয়ে দিল তারা। কয়েক বছর আছে বার্সার অ্যাওয়ে জার্সিতে ছিল হলুদ-কমলা রঙ। এবার সিটি নিজেদের তৃতীয় জার্সিটাও বানিয়েছে অনেকটা সেভাবেই। 

টটেনহামের হোম জার্সি। ছবি : টুইটার
টটেনহামের হোম জার্সি। ছবি : টুইটার


টটেনহাম হটস্পার
টটেনহামের হোম জার্সি যথারীতি সাদা। ভি-নেক জার্সিতে কেন-সন দের নাম লেখা থাকবে গাঢ় নীল বর্ণে। 

টটেনহামের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
টটেনহামের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

গাঢ় নেভি ব্লু রঙের জার্সিতে সাদা হরফ, এভাবেই গত বারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্টদের অ্যাওয়ে জার্সি বানিয়েছে নাইকি। 

আর্সেনালের হোম জার্সি। ছবি : টুইটার
আর্সেনালের হোম জার্সি। ছবি : টুইটার


আর্সেনাল
পুমার সঙ্গে চুক্তি শেষ, এবার থেকে আর্সেনালের জার্সি বানাবে অ্যাডিডাস। প্রথম বছরে বেশ নজরকাড়া ডিজাইনের হোম জার্সিই বানিয়েছে তারা। টটেনহামের মতো আর্সেনালের জার্সির ধরনটাও 'ভি-নেক'। 

আর্সেনালের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
আর্সেনালের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

হলুদ বর্ণের জার্সি, সঙ্গে গাঢ় নীল বর্ণের বর্ডারযুক্ত গোল গলা ডিজাইন। অবামেয়াং-মিখিতারিয়ানরা প্রতিপক্ষের মাঠে এই জার্সি পরেই খেলতে যাবেন। 

জুভেন্টাসের হোম জার্সিতে রোনালদো। ছবি : টুইটার
জুভেন্টাসের হোম জার্সিতে রোনালদো। ছবি : টুইটার


জুভেন্টাস
জুভেন্টাসের জার্সিতে স্ট্রাইপের সংখ্যা কমিয়েছে অ্যাডিডাস। একটি করে সাদা আর কালো স্ট্রাইপ, দুই স্ট্রাইপকে আলাদা করেছে গোলাপি রঙের আরেকটি স্ট্রাইপ। এই জার্সি পরেই তুরিনে খেলতে নামবেন রোনালদোরা। 

জুভেন্টাসের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
জুভেন্টাসের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

সাদা জার্সিতে কমলা রঙের হরফের ব্যবহার। অ্যাডিডাস এ রকমই বানিয়েছে জুভেন্টাসের অ্যাওয়ে জার্সি। 

এসি মিলানের হোম জার্সি। ছবি : টুইটার
এসি মিলানের হোম জার্সি। ছবি : টুইটার


এসি মিলান
জুভেন্টাসের জার্সিতে যেখানে স্ট্রাইপের সংখ্যা কমেছে, ঠিক উল্টোটা হয়েছে এসি মিলানের জার্সির ক্ষেত্রে। আর্সেনাল আর জুভেন্টাসের মতো তাদের এই জার্সিটাও গোল গলা ডিজাইনের। জার্সির পৃষ্ঠপোষক পুমা। 

এসি মিলানের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
এসি মিলানের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

চেলসি, জুভেন্টাসের মতো মিলানের অ্যাওয়ে জার্সিও এবার সাদা বর্ণের। সাদা জার্সির এক কাঁধে কালো স্ট্রাইপ, আরেক দিকে লাল। 

পিএসজির হোম জার্সি হবে এমনই। ছবি : টুইটার
পিএসজির হোম জার্সি হবে এমনই। ছবি : টুইটার


পিএসজি
নেইমারদের হোম জার্সিতে বিশেষ পরিবর্তন আনেনি নাইকি। গাঢ় নীল বর্ণের জার্সির মধ্যে সাদা আর লাল স্ট্রাইপ, এই জার্সি পরেই প্যারিস মাতাবে পিএসজি। 

পিএসজির অ্যাওয়ে জার্সিতে কিলিয়ান এমবাপ্পে। ছবি : টুইটার
পিএসজির অ্যাওয়ে জার্সিতে কিলিয়ান এমবাপ্পে। ছবি : টুইটার

পিএসজির হোম জার্সির পৃষ্ঠপোষক নাইকি হলেও অ্যাওয়ে জার্সি বানাচ্ছে জর্ডান। গাঢ় গেরুয়া বর্ণের এই জার্সিও 'ভি-নেক'। 

রোমার হোম জার্সি। ছবি : টুইটার
রোমার হোম জার্সি। ছবি : টুইটার


এএস রোমা
গ্রিক পুরানের কথা মাথায় রেখে এবার হোম জার্সি বানিয়েছে রোমার পৃষ্ঠপোষক নাইকি। জার্সির রঙ যথারীতি মেরুন। 

রোমার অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
রোমার অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

শ্বেতশুভ্র জার্সিতে হুট করে হলুদ-মেরুন বর্ণের বজ্রপাত হয়েছে, রোমার অ্যাওয়ে জার্সি দেখলে এমনটা মনে হতেই পারে! 

ইন্টার মিলানের হোম জার্সি। ছবি : টুইটার
ইন্টার মিলানের হোম জার্সি। ছবি : টুইটার


ইন্টার মিলান
ইন্টারের হোম জার্সির ডিজাইনটা এবার বেশ চমকপ্রদ। এ যাবৎকাল পৃষ্ঠপোষক নাইকি ইন্টার মিলানের যত ডিজাইনের জার্সি বানিয়েছে, সব ডিজাইনগুলো একটু একটু করে এই নতুন জার্সিতে নিয়ে এসেছে তারা। 

ইন্টার মিলানের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার
ইন্টার মিলানের অ্যাওয়ে জার্সি। ছবি : টুইটার

ভি-নেক ডিজাইনের অ্যাওয়ে জার্সিটা 'মিন্ট-গ্রিন' বর্ণের। পিঠে কালো হরফে লেখা থাকবে গডিন-মার্টিনেজদের নাম।