দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতলেন বাংলাদেশের মেয়েরা

প্রথম ম্যাচে হারলেও টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে মেয়েদের ইমার্জিং দল। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা
প্রথম ম্যাচে হারলেও টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে মেয়েদের ইমার্জিং দল। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইমার্জিং উইমেন সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশের নারীদের ইমার্জিং দল। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা।


শ্রীলঙ্কায় তামিম ইকবালরা ধুঁকছেন। আর দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত খেলছেন নারী ক্রিকেটাররা। যদিও সেটি জাতীয় দল নয়। তবুও জয় তো জয়ই! তা বাংলাদেশ নাম নিয়ে যে দলই খেলুক। দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। তাও আবার স্বাগতিকদের একেবারে উড়িয়ে। আজ প্রিটোরিয়ায় তৃতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে ৯ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানার দল।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে স্বাগতিকেরা। এই লক্ষ্য তাড়া করতে নেমে হেসে-খেলে জয়। ৩২ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের মেয়েরা।

১৭৭ রানের লক্ষ্যটা ৪৪.৪ ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল। ওপেনার শারমিন আখতার ৮৩ ও অধিনায়ক নিগার ৪৮ রানে অপরাজিত ছিলেন। ১৩৭ বলের ইনিংসে শারমিন ১০টি চার মেরেছেন, নিগারের ৮৪ বলের ইনিংসে চার ৭টি। এর আগে উদ্বোধনী জুটিতে ৭৫ রান এনে দেওয়ার পর রানআউট হন অন্য ওপেনার মুরশিদা খাতুন (৩১)। এর আগে বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা।

অথচ প্রথম ম্যাচে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরে সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে সিরিজ জয়। ৩১ জুলাই শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।