কোহলি বললেন, রোহিতের সঙ্গে কোনো বিরোধ নেই

রোহিত শর্মার সঙ্গে বিরোধের খবর হেসেই উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। ছবি: এএফপি
রোহিত শর্মার সঙ্গে বিরোধের খবর হেসেই উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। ছবি: এএফপি
>

বিশ্বকাপের পর থেকেই রোহিত শর্মা-বিরাট কোহলির সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন চলছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে এ নিয়ে সবকিছু পরিষ্কার করলেন ভারতের অধিনায়ক কোহলি

বিরাট কোহলি-রোহিত শর্মার দ্বন্দ্বের খবর ফলাও করে প্রচার করছে সংবাদমাধ্যম। ভারতীয় অধিনায়ক নিজেও তাঁর সঙ্গে রোহিতের দ্বন্দ্বের কথা জেনেছেন সংবাদমাধ্যম থেকে। তবে ভারতীয় দলের ড্রেসিং রুমে এমন কোনো কিছুই অস্তিত্ব নেই বলেই জানিয়েছেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশে কাল দেশ ছেড়েছে কোহলির দল। তার আগে রোহিতের সঙ্গে বিরোধ নিয়ে সংবাদমাধ্যমকেই কোহলি বলেছেন, ‘গত কয়েক দিনে আমিও কথাটা অনেক শুনেছি। এগুলো শুধু বাইরে থেকেই শোনা যায়। সত্যি বলতে এসব বিভ্রান্তিকর। যেসব কথা শোনা যাচ্ছে সেগুলোও একদম হাস্যকর।’

বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পরই কোহলি-রোহিতের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন ওঠে ভারতীয় সংবাদমাধ্যমে। ব্যাপারটা আরও উসকে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলো-আনফলো নিয়ে। তারকাদের জগতে সম্পর্কের ফাটল বোঝার অন্যতম উপায় এখন কে কাকে আনফলো করে দিলেন। রোহিতের স্ত্রী ঋতিকা কোহলি-আনুশকা দুজনকে আনফলো করে দিয়েছেন। আনুশকাও রোহিত-ঋতিকাকে আর অনুসরণ করেন না। ফলো-আনফলোর এ তত্ত্ব মেনেও সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে, বিরাট কোহলিরোহিত শর্মার সম্পর্কে ফাটল ধরেছে।

কিন্তু কোহলি এ গুঞ্জনকে পাত্তাই দিচ্ছেন না। বরং তাঁর কাছে ব্যাপারটি আতঙ্কজনক। সর্বসাধারণ ভারতীয়দের মানসিকতা হলো জাতীয় দল ভালো খেলেছে এবং সবার সম্মান আদায় করে নিয়েছে। এমন পরিস্থিতিতে দল নিয়ে ‘মিথ্যা’ কথা ছড়িয়ে পড়া কোহলির কাছে আতঙ্কেরই ব্যাপার। এ নিয়ে কোহলি বলেন, ‘মিথ্যাকে আমরাই প্রশ্রয় দিচ্ছি। সত্য এড়িয়ে ভালো বিষয়গুলো না দেখে নিজেদের মতো করে কল্পনা করে নিচ্ছি এবং ভেবে নিচ্ছি এটাই সত্য।’

ভারতীয় দলে এমন বিরোধের গুঞ্জন কোহলির কাছে নতুন কিছু না। তাঁর মতে, বাইরের লোকজন যেভাবে ‘ব্যক্তিগত জীবন সামনে তুলে নিয়ে আসছে’ তা ‘অসম্মানজনক।’ কোহলি সোজাসাপ্টাই বলেছেন, ‘আমি ১১ বছর ধরে খেলছি। রোহিত ১০ বছর ধরে। এটা অদ্ভুত যে লোকজন বাইরে এসব বানাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে ড্রেসিং রুমের পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি। এসব বিষয় ঠিকঠাক না থাকলে আজ আমরা এ অবস্থায় থাকতে পারতাম না। টেস্টে ৭ নম্বর থেকে শীর্ষে কীভাবে উঠে এসেছি সেটি দেখুন। ওয়ানডেও আমরা ধারাবাহিক এবং টি-টোয়েন্টিতেও শক্তিশালি। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানবোধ না থাকলে এটা হতো না।’

কাউকে অপছন্দ হলে সেটি সহজাতভাবেই কোহলির ব্যবহার ও কথায় উঠে আসে। এসব ব্যাপার মনের মধ্যে লুকিয়ে রাখতে পারেন না ভারতীয় অধিনায়ক। দেশটির সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এমন কথাই বলা হয়েছে। যাঁর সঙ্গে বিরোধের গুঞ্জন সেই রোহিতকে নিয়ে কোহলি সরাসরি বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো ব্যাপারেই কোনো সমস্যা নেই। সব সময়ই তার প্রশংসা করেছি, কারণ আমি মনে করি সে এর যোগ্য। জানি না এসব করে কে উপকৃত হচ্ছে। আমরা একসঙ্গে চলি, শ্বাস নেই, ভারতীয় ক্রিকেটকে ওপরে তুলতে একসঙ্গে কাজ করছি। কিন্তু কিছু লোক আছে যারা ভাবমূর্তি ক্ষুণ্ন করে আনন্দ পেয়ে থাকে।’