মৌসুম শুরুর আগে এ কোন রিয়াল!

নতুন মৌসুম শুরুর আগেই চাপে রিয়াল কোচ জিদান। কাল টটেনহামের বিপক্ষে ম্যাচে। ছবি: এএফপি
নতুন মৌসুম শুরুর আগেই চাপে রিয়াল কোচ জিদান। কাল টটেনহামের বিপক্ষে ম্যাচে। ছবি: এএফপি
>

অডি কাপের সেমিফাইনালে টটেনহাম হটস্পারের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুমে চার ম্যাচের মধ্যে এ নিয়ে তিন ম্যাচেই হারল স্প্যানিশ ক্লাবটি

‘সেনসেশনাল অ্যাসিস্ট!’

মিউনিখে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলের জয় ভালোই উপভোগ করেছে টটেনহাম হটস্পার সমর্থকেরা। তবে ম্যাচের একটি বিশেষ মুহূর্তে তাঁদের আনন্দের সীমা ছিল না। ২২ মিনিটে ডান প্রান্তে মার্সেলোকে পাস দিয়েছিলেন এডেন হ্যাজার্ড। বলটা ধরতে পারেননি ব্রাজিলিয়ান লেফট ব্যাক। টাচলাইন পেরোনোর আগে পড়িমরি করে বাতাসে ভাসানো ব্যাক পাস দেন সার্জিও রামোসকে। কিন্তু পাস দেওয়ার গতিতে হেরফের করে ফেলেছিলেন মার্সেলো। তার মাশুলও দিতে হয় গোল হজম করে।

বল ভাসতে ভাসতে গিয়ে পড়ে রামোসের পেছনে। সুযোগটা পেয়ে ওত পেতে থাকা হ্যারি কেন বলটা টান দিয়ে ফাঁকি দেন গোলরক্ষক কেইলর নাভাসকে। বেচারা নাভাস! দুর্দান্ত কয়েকটি সেভ করলেও মার্সেলোর ওই ভুলের জন্য কাল রাতে তাঁর পারফরম্যান্স হয়তো কেউ মনে রাখবে না। এমনিতেই এটি প্রাক মৌসুম প্রীতি টুর্নামেন্ট—অডি কাপ। তবে ম্যাচটা যেহেতু সেমিফাইনাল, আর সেখানে রিয়ালকে বিদায় করার নির্মল আনন্দ পেতেই পারেন টটেনহাম সমর্থকেরা। বিশেষ করে মার্সেলোর ‘অ্যাসিস্ট’ (!)। টটেনহাম সমর্থকেরা তো এমনিতেই টুইট করেননি—‘সেনসেশনাল অ্যাসিস্ট!’

নতুন মৌসুম শুরুর আগে জিনেদিন জিদানের রিয়াল কোন পথে যাচ্ছে সেটি সমর্থকদের জন্য ভাবনার বিষয়। প্রাক মৌসুমে চার ম্যাচের মধ্যে তিনটিতেই হারল রিয়াল। আর্সেনালের বিপক্ষে জিতেছে সেটিও টাইব্রেকারে। এ চার ম্যাচে মোট ১৩ গোল হজম করেছে রিয়াল। এর মধ্যে শেষ দুই ম্যাচেই হজম করল ৮ গোল। টটেনহামের বিপক্ষে হারের পর রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস তাই দলের দুর্বলতা লুকোননি। ‘হারটা আমাদের প্রাপ্য ছিল। এটা সত্য যে দল খুব একটা ভালো অবস্থায় নেই’—জার্মান টিভিকে বলেন ক্রুস। যদিও আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৭ গোল হজমের পর রিয়াল কোচ জিদান বলেছিলেন, সামনের মৌসুমটা যে ভালো কাটবে সে ব্যাপারে তিনি নিশ্চিত।

মার্সেলোর ভুলের জন্য গোল হজম করেছে রিয়াল। ছবি: এএফপি
মার্সেলোর ভুলের জন্য গোল হজম করেছে রিয়াল। ছবি: এএফপি

অ্যাটলেটিকোর বিপক্ষে ৭ গোল হজমের পর চোট পান জিদানের পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া। এতে রিয়াল গোলপোস্টে ফেরার পথ খুলে যায় নাভাসের। প্রথমার্ধে তিনটি ও দ্বিতীয়ার্ধে আরও একটি সেভ করেন কোস্টারিকান এ গোলরক্ষক। ম্যাচ শেষে টটেনহাম কোচ মাউরিচিও পচেত্তিনো তাই বলেছেন, ‘আমরা আরও বড় ব্যবধানে জিততে পারতাম। কেইলর নাভাস ম্যাচের সেরা খেলোয়াড়।’

ম্যাচের ৭৫ মিনিটে শাপমোচনের সুযোগ পেয়েছিলেন মার্সেলো। তাঁর পাস থেকে বল ইংলিশ ক্লাবটির জালে পাঠিয়েছিলেন রদ্রিগো। কিন্তু অফ সাইডের জন্য গোলটি বাতিল করে দেন রেফারি। এ হারে অডি কাপের সেমি থেকে ছিটকে পড়ল রিয়াল। ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে টটেনহাম। সেমির অপর ম্যাচে ফেনারবাখকে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে আরও তিনটি প্রীতি ম্যাচ খেলবে রিয়াল। ফেনারবাখ, সালজবুর্গ ও রোমার মুখোমুখি হবে জিদানের দল।