ভালো খেলা উচিত ছিল, বলছেন সৌম্য

শেষ ম্যাচে ব্যাটে-বলে সেরা পারফর্মার সৌম্য, কিন্তু দলের হারের দায় তাঁর ওপরও পড়ছে। ছবি: এএফপি
শেষ ম্যাচে ব্যাটে-বলে সেরা পারফর্মার সৌম্য, কিন্তু দলের হারের দায় তাঁর ওপরও পড়ছে। ছবি: এএফপি

বাংলাদেশ যে শ্রীলঙ্কা সিরিজে খুব বাজে খেলেছে, সেটি মানতে কারও আপত্তি নেই। কেন এত বাজে খেলল—তার ব্যাখ্যা দাঁড় করানো যায় অনেক। সাকিব আল হাসানের অনুপস্থিতি, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোট পেয়ে ছিটকে পড়া, টানা খেলার ক্লান্তি। তবে কোনোটিকেই কারণ হিসেবে দেখাননি সৌম্য। স্বীকার করেছেন দলের ভালো খেলা উচিত ছিল।

সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে যিনিই এসেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন। শুরুর দিকে সেই আশাবাদ ছিল সিরিজ জয়ের। পরের দিকে সেটি সিরিজে ফেরার। আর শেষ দিকে নিজেদের গৌরব ও সম্মান ফিরে পাওয়ার, সেই সঙ্গে কিছু একটা নিয়ে দেশে ফেরার। কিন্তু সিরিজে ধবলধোলাই হয়ে সব আশাই রূপ নিয়েছে হতাশায়।

সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে দল। সাকিব ও লিটনের ছুটির পর মাশরাফি ও সাইফউদ্দিনের চোটে নিয়মিত একাদশের এক-তৃতীয়াংশ ছাড়াই মাঠে নেমেছে দল। এ ছাড়া টানা দুই মাস সফরে থাকার পর আবার এমন এক সিরিজ খেলায় দলের শরীরি ভাষাতে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু সৌম্য এসবকে কারণ হিসেবে দেখাতে চাইলেন না, ‘আমরা যদি বলি যে লম্বা এক সফর (বিশ্বকাপ) থেকে এসেছি, এখানে আবার ভিন্ন আবহাওয়া। ঠান্ডা আবহাওয়া থেকে প্রচণ্ড গরমে খেলতে হচ্ছে, এসব অজুহাতের মতো শোনাবে। কিন্তু আমরা যে কন্ডিশনেই খেলি না কেন, আমরা যেহেতু খেলোয়াড়, আমাদের উচিত ভালো খেলা। আর ভালো খেলাই তো আমাদের মূল দায়িত্ব।’

সৌম্য সরকার মনে করেন, সবাই যদি সবার দায়িত্ব পালন করতেন, তাহলে এ সিরিজেও জয় পেতে পারত বাংলাদেশ। এ সিরিজে দল গুছিয়ে ওঠার আগেই টপ অর্ডার শেষ হয়ে গেছে। বোলাররা সময়মতো উইকেট এনে দিতে পারেননি। দলের ভালো ফিল্ডার তকমা পাওয়া খেলোয়াড়েরাও ফেলেছেন সহজ সব ক্যাচ। এমন অবস্থায় হারের পেছনে যে কারণই দেখানো হোক, সেটা অজুহাত মনে হতে বাধ্য। সৌম্য বলেন, ‘আমরা সবাই যদি নিজেদের দায়িত্ব পালন করতাম, ভালো করার চেষ্টা যদি বেশি থাকত, তাহলে এমন হতো না। সবাই ঠিকভাবে খেলতে পারিনি, হয়তো কোনো কারণে ভুল হয়েছে। ভুলগুলো যদি শোধরাতে পারতাম তাহলে এমনটা হতো না।’

টানা তিন ম্যাচে একই রকম ভুল করে গেছে দল। প্রথম দুই ম্যাচে করা ভুল থেকেও দল শিক্ষা নিতে পারেনি, বরং তৃতীয় ম্যাচে এসে সেই ভুলগুলো আরও প্রকটভাবে দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে তাই সৌম্য যতই দাবি করেন, শ্রীলঙ্কার সঙ্গে আরেকটি সিরিজ হলে তাঁরা দেখিয়ে দিতে পারবেন, বাংলাদেশই ভালো দল—সেটি বিশ্বাস করতে কষ্ট হয়।

পরাজয়ের কারণ হিসেবে অনেক যুক্তি দেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত সৌম্যের ওই কথাটাই মূল কথা, তাঁরা খেলোয়াড়। আর খেলোয়াড় হিসেবে তাঁদের দায়িত্ব ভালো খেলা। জয়-পরাজয়, ধবলধোলাই—এসব আলোচনা শেষে ওটাই শ্রীলঙ্কা সিরিজের সারমর্ম, বাংলাদেশ ভালো খেলেনি।