বেনজেমা হ্যাটট্রিক করলেও রিয়ালের রক্ষণে বড় 'ছিদ্র'

হ্যাটট্রিক করে রিয়ালকে জিতিয়েছেন বেনজেমা। কাল ফেনারবাখ গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করার একটি মুহূর্ত। ছবি: এএফপি
হ্যাটট্রিক করে রিয়ালকে জিতিয়েছেন বেনজেমা। কাল ফেনারবাখ গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করার একটি মুহূর্ত। ছবি: এএফপি
>প্রাক্‌–মৌসুমের প্রীতি ম্যাচে তুর্কি ক্লাব ফেনারবাখের বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা

প্রাক্‌–মৌসুমে চারটি প্রীতি ম্যাচের মধ্যে তিনটিতেই হার। হজম করতে হয়েছে ১৩ গোল। কোচ জিনেদিন জিদানকে তাই দুর্ভাবনায় পড়তে হয়েছে নতুন মৌসুম শুরুর আগেই। কাল অডি কাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে জিদানকে একটু হলেও স্বস্তি দিলেন করিম বেনজেমা। তাঁর হ্যাটট্রিকে ফেনারবাখকে ৫-৩ গোলে হারিয়েছে রিয়াল।

এর আগে চার ম্যাচের মধ্যে শুধু আর্সেনালের বিপক্ষে টাইব্রেকারে জিততে পেরেছে রিয়াল। কাল অবশ্য বেনজেমা, ইসকো, এডেন হ্যাজার্ডদের খেলায় নতুন মৌসুমে ভালো করার আশা খুঁজে পাবেন জিদান। তবে দলের রক্ষণ নিয়ে ভাবতে হবে তাঁকে। সার্জিও রামোস-মার্সেলোদের রক্ষণ পাঁচ ম্যাচে এ নিয়ে হজম করল ১৬ গোল।

টটেনহামের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন জিদান। আদ্রিয়ান ওদ্রিওজোলা, ইসকো, ভিনিসিয়ুস, ফেদে ভালভার্দে ও নাচোকে প্রথম একাদশেই খেলিয়েছেন রিয়াল কোচ। মিউনিখে অনুষ্ঠিত এ ম্যাচে রিয়ালকে শুরুতেই ভয় ধরিয়ে দেন তুর্কি ক্লাবটির গ্যারি রদ্রিগেজ। ৬ মিনিটের মাথায় গোল করে বসেন এ উইঙ্গার। রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের ভালোই পরীক্ষা নিয়েছে ফেনারবাখ। তবে মাদ্রিদের ক্লাবটিকে সমতায় ফেরাতে বেনজেমা সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। ফেনারবাখ ডিফেন্ডারের ভুলের সদ্ব্যবহার করে ১২ মিনিটে গোল করেন ফরাসি তারকা।

প্রথমার্ধে দুই গোল করেন বেনজেমা আর দুই দলও সমতায় ছিল ২-২ ব্যবধানে। ৪-২-৩-১ ফরমেশনে সাজানো জিদানের দল বিরতির পর আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। ৫৩ মিনিটে লুকাসের ক্রস থেকে হ্যাটট্রিকের দেখা পেয়ে যান বেনজেমা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে চার খেলোয়াড় মাঠে নামিয়েছেন জিদান। রিয়ালের হয়ে বাকি দুই গোল নাচো ও মারিয়ানোর। তবে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ‘জাপানিজ মেসি’খ্যাত তাকেফুসো কুবো। ৭৩ মিনিটে মাঠে নেমে দুর্দান্ত পায়ের কাজে তুর্কি ক্লাবটির ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।

প্রাক্‌–মৌসুমে পাঁচ ম্যাচে এ পর্যন্ত গড়ে ৩.২টি করে গোল হজম করেছে রিয়াল। তবে বেনজেমা মনে করিয়ে দিলেন মৌসুম এখনো শুরুই হয়নি। প্রাক্‌–মৌসুমে প্রীতি ম্যাচে হার কিংবা এত গোল হজম নিয়ে তাই দুশ্চিন্তার কিছু নেই। ‘এটা প্রাক্‌–মৌসুম। লিগের প্রস্তুতি নিচ্ছি আমরা। কৌশলগত ও শারীরিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। খারাপ খেললে সমালোচনা স্বাভাবিক। তবে সমর্থকদের বলছি আমাদের ওপর আস্থা রাখুন।’

এদিকে অডি কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়েছে টটেনহাম হটস্পার। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে ৬-৫ গোলে জিতেছে টটেনহাম।