সাকিব থাকলেই সব পাল্টে যেত না

বিশ্বকাপের পর ছুটি নেওয়ায় শ্রীলঙ্কা সফরে যাননি সাকিব। ছবি: প্রথম আলো ফাইল ছবি
বিশ্বকাপের পর ছুটি নেওয়ায় শ্রীলঙ্কা সফরে যাননি সাকিব। ছবি: প্রথম আলো ফাইল ছবি
>শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এ সিরিজে খেলেননি সাকিব আল হাসান। সৌম্য সরকার মনে করেন, সাকিব থাকলে দলের পারফরম্যান্স হয়তো ভালো হতো, তবে যেহেতু নেই ,তাই তাঁকে নিয়ে চিন্তা করে দলের কোনো লাভ হতো না

কোনো কিছুই যেন ঠিকমতো হচ্ছে না। শ্রীলঙ্কা গিয়ে সিরিজে হতে হয়েছে লঙ্কাওয়াশ। দেশে ফেরাতেও বিপত্তি। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর ছেড়েছে ফ্লাইট। সব ঠিক থাকলে বেলা আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ দল। কেমন অভ্যর্থনা হবে, সে তো জানা কথাই। সংবাদকর্মীরা কেমন প্রশ্ন করতে পারেন, সেটিও আন্দাজ করে নেওয়া যায়। এমন হারের ময়নাতদন্ত তো হবেই। সেই তদন্তে সৌম্য সরকার গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব দিয়ে রাখলেন শ্রীলঙ্কা থেকেই। সেটি সাকিব আল হাসানকে নিয়ে। সৌম্য মনে করেন, যে নেই, তাকে নিয়ে চিন্তা করে কী লাভ হতো!

বিশ্বকাপের পর ছুটি নেন সাকিব। শ্রীলঙ্কায় যেতে পারেননি দলের সঙ্গে। মাশরাফি বিন মুর্তজাও না থাকায় শ্রীলঙ্কায় পুরো শক্তি ছিল না দলের। এক সাকিবের অনুপস্থিতিই বড় শূন্যতা তৈরি করেছে। তা কেউ পূরণ করতে পারেনি। না ব্যাটিংয়ে, না বোলিংয়ে। কাল বাংলাদেশ হোয়াইটওয়াশ হওয়ার পর সংবাদ সম্মেলনে তাই সৌম্যকে প্রশ্নটির মুখোমুখি হতে হলো, সাকিব না থাকাতেই কি এই পার্থক্য?

পার্থক্যটা পারফরম্যান্সে, মাঠে শরীরি ভাষায়। মাঠে সাকিব-মাশরাফির মতো সিনিয়র খেলোয়াড় থাকলে দলে এমনিতেই চনমনে মনোভাবে থাকে। আর সাকিব এ ক্ষেত্রে এক কাঠি এগিয়ে। ব্যাটিং ও বোলিংয়ে যেমন পারফর্ম করেন, তেমনি ফিল্ডিংয়েও গড়ে দিতে পারেন পার্থক্য। প্রায় কোনো লড়াই ছাড়াই দল এভাবে হোয়াইটওয়াশ হওয়ায় ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতি যেকারও চোখে বিঁধবেই। তবে সাকিব না থাকায় দলীয় পারফরম্যান্সের এমন আশ্চর্য পতন—মনে করছেন না সৌম্য, ‘না, ওই রকম কোনো কিছুই না। একজন থাকলেই যে অনেক কিছু পাল্টে যেত কিংবা একজনের পারফরম্যান্সে আমরা জিতে যেতাম, তা ঠিক না।’

তবে সাকিব থাকলে দলে বাকিদের মানসিকতা যে পাল্টে যায়, তা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন সৌম্য। বাংলাদেশের এ টপ অর্ডার ব্যাটসম্যান মনে করেন, সাকিব থাকলে বাকিরা ভালো করার প্রেরণা পেত। সৌম্যর ব্যাখ্যা, ‘হ্যাঁ, হতে পারত। তিনি (সাকিব) ভালো খেললে সে প্রেরণায় আরও একজন হয়তো ভালো খেলত। কিংবা ইনিংসটা অমন হতো না। দ্রুত যারা আউট হয়েছি, সেখানে রান করতে আরেকজন পরে যেত। যেহেতু ছিল না, আমরা যদি ওভাবে চিন্তা করি তাহলে ভুল হবে। যে নাই তাকে নিয়ে তো আমরা চিন্তা করতে পারব না। আমরা যারা ছিলাম, খেলতে পারিনি বলেই আজকে এই অবস্থা।’