দুদিনের মধ্যেই কোচ চূড়ান্ত করতে চায় বিসিবি

>
মাইক হেসন-রাসেল ডমিঙ্গো দুজনই ছিলেন বিসিবির সংক্ষিপ্ত তালিকায়। ফাইল ছবি
মাইক হেসন-রাসেল ডমিঙ্গো দুজনই ছিলেন বিসিবির সংক্ষিপ্ত তালিকায়। ফাইল ছবি

স্টিভ রোডস চলে যাওয়ার পর প্রায় এক মাস প্রধান কোচের জায়গাটা শূন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে দ্রুতই শূন্য স্থান পূরণ করতে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জানালেন, কোচ সন্ধানের শেষ ধাপে চলে এসেছেন তাঁরা।

স্টিভ রোডসকে বিদায় করার পর থেকেই প্রশ্নটা হচ্ছে—নতুন প্রধান কোচকে কবে পাচ্ছে বাংলাদেশ? উত্তরটা ঈদের আগে দিতে পারেনি বিসিবি। গত ৭ আগস্ট দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর সাক্ষাৎকার নেওয়ার পর বিসিবির কয়েকজন পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন এ সপ্তাহের মধ্যেই কোচ চূড়ান্ত হয়ে যেতে পারে। সবশেষ যেটা জানা গেল, এ সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের শুরুতেই কোচ পেয়ে যেতে পারে বাংলাদেশ।

ঈদের আগে থেকেই বিসিবির সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু কবে তিনি সাক্ষাৎকার দিতে আসবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনও হতে পারে হেসনের সঙ্গে টেলিফোনেই কথা সেরে নিয়েছে বিসিবি। সাবেক কিউই কোচ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। আগামী পরশু বিসিসিআইয়ের কোচ চূড়ান্ত হওয়া পর্যন্ত বিসিবি অপেক্ষা করছে কি না সে প্রশ্নও আসছে।

বিসিবি অবশ্য ঈদের ছুটিতেও কোচ সন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। আজ ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে বিসিবির কয়েকজন শীর্ষ কর্তা বসেছিলেন টেলিকনফারেন্সে কোচের সাক্ষাৎকার নিতে। কাল আরেকজনের সঙ্গে কথা হবে তাঁদের। এ সপ্তাহে সাক্ষাৎকারের পর্বটা শেষ করতে চান তাঁরা। কথাবার্তা শেষে আগামী সপ্তাহের শুরুতেই কোচ চূড়ান্ত হয়ে যেতে পারে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ‘দুদিনের মধ্যে আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলব। বেশি দিন অপেক্ষা করতে চাই না। কেউ ঝুলিয়ে রাখলে আমরা তো ঝুলে থাকতে পারব না! অন্য দল কাকে নিচ্ছে, সেদিকেও তাকানোর ব্যাপার নেই। (সেপ্টেম্বরে) আফগানিস্তান সিরিজের আগে আমরা কোচ চাই। কোচ চূড়ান্ত করার আগে অনেক বিষয় আছে। কেউ যদি বলি ১০০ দিন কাজ করব, সেটায় আমরা রাজি নই। এসব বিষয় চূড়ান্ত করতে যা একটু দেরি হচ্ছে। আশা করি দুদিনের মধ্যে হয়ে যাবে।’