ওয়ানডেতে গেইল-ঝড় আর দেখা যাবে না?

ড্রেসিংরুমে ফেরার পথে গেইলের চেনা উদযাপন। ছবি: এএফপি
ড্রেসিংরুমে ফেরার পথে গেইলের চেনা উদযাপন। ছবি: এএফপি

খলিল আহমেদের বলে মিড অফে বিরাট কোহলির ক্যাচ হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে ভারতীয় খেলোয়াড়েরা তাঁকে অভিনন্দন-শুভেচ্ছা জানালেন। কোহলির সঙ্গে একটু নাচলেনও। ব্যাটের হ্যান্ডলে হেলমেট ঝুলিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। ড্রেসিংরুম দাঁড়ানো সতীর্থরাও করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানালেন। তবে কি ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলে ফেললেন ক্রিস গেইল?

পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে তাঁর ক্যারিয়ারের শেষ এক দিনের ম্যাচ কি না, সেটি আগ থেকে জানাননি। গত ফেব্রুয়ারিতে অবশ্য জানিয়েছিলেন বিশ্বকাপ দিয়েই শেষ হবে তাঁর ওয়ানডে ক্যারিয়ার। বিশ্বকাপ চলার সময় সে সিদ্ধান্ত বদলে জানালেন আরও কিছুদিন খেলবেন, খেলবেন ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও। সে সিরিজের শেষ ম্যাচে আজ ঝড়ই তুলেছিলেন গেইল। ৩০ বলে ফিফটি। ক্যারিবীয় ওপেনার সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু ৮ চার আর ৫ ছক্কায় ৭২ রানের (৪১ বলে) বেশি এগোতে পারেননি।

ক্রিস গেইল যেভাবে শুভেচ্ছা আর অভিনন্দনের জবাব দিতে দিতে ড্রেসিংরুমে ফিরছিলেন, ধারাভাষ্যকরদেরও অনুমান ক্যারিয়ারের শেষ ওয়ানডে বোধ হয় খেলে ফেললেন জ্যামাইকান ওপেনার। শেষটাও মন্দ নয়—দর্শকদের বেশ বিনোদিত করেছেন স্বঘোষিত ‘বস’, যেটি পুরো ক্যারিয়ারজুড়েই তিনি করেছেন। যদি আজই শেষ হয়, মাঠে আসা দর্শকেরা নিশ্চিত ভাগ্যবান। ওয়ানডেতে শেষবারের মতো তাঁরা দেখে নিলেন গেইল-ঝড়!

গেইল-এভিন লুইসের ওপেনিং জুটি ১১৫ রান এনে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে বড় স্কোর এনে দেওয়ার চেষ্টা করেছেন শাই হোপ আর শিমরন হেটমায়ার। ক্যারিবীয়রা ২২ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তোলার পর ম্যাচটা থমকে গেছে বৃষ্টিবাধায়।