শাস্ত্রী ভারতের কোচ হওয়ায় সুবিধাই হলো বিসিবির

হেসনকে পেছনে ফেলে ভারতের কোচ হয়েছেন শাস্ত্রী।
হেসনকে পেছনে ফেলে ভারতের কোচ হয়েছেন শাস্ত্রী।

রবি শাস্ত্রী আবারও ভারতের কোচ হওয়ার পর এক ভারতীয় সাংবাদিক ফেসবুকে লিখেছেন—‘প্রিয় বিসিবি মাইক হেসন এখন আপনাদের’! শাস্ত্রী কোচ হয়ে কী বড় সুবিধাটাই হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

বিশ্বকাপের পর স্টিভ রোডসকে বিদায় করে দেওয়ার পর কোচ সন্ধানে থাকা বিসিবির সঙ্গে শাস্ত্রী কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সরাসরি কোনো যোগ নেই। তবে আজ বিসিসিআইয়ের দিকে সত্যি তাকিয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট। বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শক কমিটিকে (সিএসি) সাক্ষাৎকার দিতে আসা মাইক হেসনও যে বিসিবিরও পছন্দের তালিকায় আছেন। কপিল দেবের নেতৃত্বাধীন সিএসি শেষ পর্যন্ত তিনজনের তালিকা করেছিল। সেখানে একে ছিলেন শাস্ত্রী, দুইয়ে হেসন আর তিনে টম মুডি।

হেসনের এমনই ‘দুর্ভাগ্য’, তাঁর নামের বানানটা পর্যন্ত ঠিকমতো লিখতে পারেনি ভারতের কোচ নিয়োগ কমিটি। বিসিবি নিশ্চয়ই এ ‘ভুল’ করবে না! অবশ্য বিসিবি হেসনকেই চূড়ান্ত করছে কি না, সেটা তো আগে নিশ্চিত করতে হবে। তবে জানা গেছে, এরই মধ্যে সাবেক কিউই কোচের ভিডিও সাক্ষাৎকার নিয়ে ফেলেছে বিসিবি। বিসিসিআই রবি শাস্ত্রীকে আবারও কোচ হিসেবে চূড়ান্ত করার পর বিসিবির শীর্ষ কর্তাদের মুখে তালা। এখন যে তাঁদেরও ফলাফল ঘোষণার পালা। আর ফলাফল ঘোষণাটা কোনো পরিচালক নন, করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এ কারণে পরিচালকেরা আপাতত চুপ। তবে কেউ কেউ দাবি করেছেন, ‘আমরা কোনো বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে নেই’। বাস্তবতা হচ্ছে, শাস্ত্রী ভারতের কোচ হওয়ায় উপসংহারে আসার ভালো সুযোগ পেয়েছে বিসিবি।

এখন হেসনকে পাওয়া কঠিন নয় বিসিবির জন্য, যদি পারশ্রমিকের অঙ্কে বড় অমিল না হয়। যদি অমিল হয়ই, মিকি আর্থার কিংবা রাসেল ডমিঙ্গোর মতো ভালো ‘অপশন’ও তাদের হাতে আছে। কোচ যিনিই হন, ঘোষণাটা চলে আসার কথা কাল-পরশুর মধ্যেই ।