সেই বেলের ওপরেই আস্থা জিদানের!

সম্পর্ক কি আবার জোড়া লাগছে? ছবি: টুইটার
সম্পর্ক কি আবার জোড়া লাগছে? ছবি: টুইটার
সেল্টা ভিগোর বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে গতকাল মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ৩-১ গোলের জয়ে শুরুটা হয়েছে মনমতো। ম্যাচের মূল একাদশে ‘অপ্রিয়’ গ্যারেথ বেলকে রেখে সবার চোখ কপালে তুলে দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। শুধু তা–ই নয়, এত দিন
যে বেলকে ক্লাব থেকে বের করে দেওয়ার জন্য জিদান ছিলেন সবচেয়ে বেশি উদ্যোগী, সেই জিদানই গতকাল ম্যাচ শেষে বেলের প্রতি পূর্ণ আস্থা রাখার ঘোষণা দিলেন!


শত চেষ্টা করেও এবারের দলবদলে গ্যারেথ বেলকে বিক্রি করতে পারেনি রিয়াল মাদ্রিদ। শুধু বেল নন, হামেস রদ্রিগেজের মতো জিদানের অপছন্দের খেলোয়াড়ও রয়ে গেছেন রিয়ালে। সে বেলকেই গতকাল লিগে নিজেদের প্রথম ম্যাচে নামিয়ে দিলেন জিদান। সুযোগ পেয়ে বেল খেলেছেনও দুর্দান্ত। দলের প্রথম গোলে অসাধারণ এক অ্যাসিস্ট করেছেন। বেলের খেলা দেখেই কি না, ম্যাচ শেষে পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বেলকে সমর্থন দিলেন জিদান। বললেন, ওয়েলশ তারকাকে দলে চান তিনি!

ম্যাচের ঠিক আগ দিয়ে হামস্ট্রিংয়ের চোটে পড়েন দলে নতুন আসা উইঙ্গার এডেন হ্যাজার্ড। জানা যায়, অন্তত চার সপ্তাহের জন্য মাঠে বাইরে চলে গেছেন তিনি। এমনিতেই আক্রমণভাগে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়সংকটে আছে, তার ওপর হ্যাজার্ডের এই চোটের কারণে জিদানের কপালে আরও ভাঁজ পড়ে যায়। এ কারণেই কি না কে জানে, বেলকে মূল একাদশে নামিয়ে দিলেন তিনি! সংবাদ সম্মেলনে যদিও ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করেছেন, ‘আপনাকে মৌসুমে কী হয় না হয়, তার ওপর মনোযোগ রাখতে হবে। হ্যাজার্ডের চোটটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য, কিন্তু তাই বলে এই না যে এর জন্যই বেল মূল একাদশে সুযোগ পেয়েছে। আগে থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, বেল এই ম্যাচে খেলবে। বেল আমাদের ক্লাবের একজন খেলোয়াড়। সে রিয়ালেই থাকবে। বেল বা হামেস, সবাই রিয়ালের জন্য জানপ্রাণ দিয়ে লড়াই করে, যেটা করা উচিত।’

ওদিকে দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও সতীর্থ গ্যারেথ বেলকে দলে চাইছেন, ‘বেল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ও আমাদের অনেক ট্রফি জিতিয়েছে, খেলোয়াড় হিসেবেও সে দুর্দান্ত। ওকে আমাদের হয়ে খেলতেই হবে। আমাদের পক্ষ থেকে বেলের প্রতি সম্মানের কোনো কমতি নেই।’