আবারও 'ভার'-এ ভারাক্রান্ত গার্দিওলা

ম্যাচ যেভাবে শেষ হলো, তাতে সন্তুষ্ট নন গার্দিওলা। ছবি: এএফপি
ম্যাচ যেভাবে শেষ হলো, তাতে সন্তুষ্ট নন গার্দিওলা। ছবি: এএফপি
গত এপ্রিলেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর/ভার) ‘কল্যাণে’ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে ম্যানচেস্টার সিটি। গতকাল লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। আবারও ‘ভিএআর/ভার’–এর জন্য শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির একটা গোল বাতিল হয়েছে। জয়ের সুবাস পেতে পেতে সিটিকে তাই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচ শেষে যথারীতি ভিএআরের ভূমিকা নিয়ে বিরক্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা


ম্যাচের একদম শেষ মিনিটের কথা। কর্নার থেকে একটা বল ভেসে এল। নিকোলাস ওটামেন্ডির মাথা ছুঁয়ে পেছনে থাকা আয়মেরিক লাপোর্তের হাতে লেগে বলটা গেল ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের কাছে। জটলা ভেদ করে গোল করতে ভুল হলো না এই তারকার। ব্যস, ৩-২ গোলে ম্যাচ জিতে নিল সিটি, টটেনহামের বিপক্ষে, এটাই ভাবছেন তো? ভুল। লাপোর্তের হাতে লাগার কারণে পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর/ভার) গোলটা বাতিল করে দেয়। ২-২ গোলের সমতায় থেকে শেষ হলো ম্যাচ।

ঠিক যেন গত এপ্রিলের পুনরাবৃত্তি। সেবার শেষ মুহূর্তে গোল করেছিলেন সিটির উইঙ্গার রহিম স্টার্লিং। টাচলাইনে উন্মত্ত উল্লাসে মেতে ওঠেন গার্দিওলা ও তার দল। কিন্তু বিধি বাম! স্পার্সের খেলোয়াড়েরা দাবি করে বসেন, পাস দেওয়ার সময় অফসাইডে ছিলেন আগুয়েরো। তুর্কি রেফারি কুনাইত কাকির আবারও ভারের সাহায্য নিয়ে দেখেন, আসলেই অফসাইডে ছিলেন আগুয়েরো! এক মিনিট আগেই উদ্দাম উল্লাস করা গার্দিওলার চোখে–মুখে তখন রাজ্যের হতাশা। ওদিকে গার্দিওলার উল্লাস জায়গা করে নিয়েছে স্পার্স কোচ মরিসিও পচেত্তিনোর ডাগআউটে!

বারবার ভারের জন্য জয়হীন থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছেন গার্দিওলা। ‘ভার’ প্রযুক্তির পক্ষে থাকলেও সবার ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার সময়ে যেন ‘ভার’ একই রকম ধারাবাহিকতা বজায় রাখে, সেটাই চেয়েছেন এই স্প্যানিশ কোচ, ‘গতবার অফসাইডের কারণে গোল পেলাম না, এবার হ্যান্ডবল হওয়ার কারণে। বল এখন হাতে লাগলে তো আমার কিছু বলার নেই। তবে ভার যারা পরিচালনা করে, তারা যদি আরেকটু ধারাবাহিকতা দেখায়, তাহলে ভালো হয়। আয়মেরিক লাপোর্তের হাতে বল লাগলে গোল হবে না, কিন্তু ফার্নান্দো ইয়োরেন্তের হাতে লাগলে গোল হবে, তাহলে তো হলো না! গত সপ্তাহে চেলসি যখন লিভারপুলের সঙ্গে খেলল, পেনাল্টি বক্সের মধ্যে অ্যান্দ্রেয়া ক্রিস্টিয়ানসেনের হাতে বল লাগল। কই, তখন লিভারপুলকে পেনাল্টি দিতে দেখলাম না? এরিক লামেলা যখন রদ্রিগোকে ফাউল করল বক্সের মধ্যে, তখনো আমরা পেনাল্টি পাইনি। আমার মনে হয়, ভার পরিচালনাকারীরা তখন কফি খাচ্ছিল।’

এদিকে গার্দিওলার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন পচেত্তিনো। তবে ভারের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি, ‘আমি নিজেও ভার নিয়ে আগে অনেক সমালোচনা করেছি। তবে লোকজন চায় না ম্যানেজাররা ভারের অজুহাত দেক। এখন ভারের যুগ। ভারের সিদ্ধান্তই মেনে নিতে হবে।’