বাংলাদেশের কোচ হিসেবে কার কেমন রেকর্ড

এক ডজন! রাসেল ডমিঙ্গোকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলে কাজ করা বিদেশি কোচের সংখ্যাটা হবে ১২। বাংলাদেশ দলের কোচ হিসেবে ডমিঙ্গোর পূর্বসূরিদের রেকর্ড একনজরে দেখে নিন। লিখেছেন আবিদুল ইসলাম


ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন ১৯৯৬ সালে। তাঁর অধীনেই ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জিতে ১৯৯৯ বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। সেই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারানোর দিনটিই ছিল বাংলাদেশের কোচ হিসেবে গ্রিনিজের শেষ দিন। এর পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে এসেছেন ১১ জন বিদেশি কোচ, রাসেল ডমিঙ্গোকে নিয়ে সংখ্যাটা দাঁড়াবে ১২। ১৯৯৬ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি ৫ জন কোচ এনেছে অস্ট্রেলিয়া থেকে। দ্বিতীয় সর্বোচ্চ দুজন করে এসেছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান থেকে

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিদেশি কোচদের সাফল্য–ব্যর্থতা :

গর্ডন গ্রিনিজ

নভেম্বর ১৯৯৬–মে ১৯৯৯

ওয়ানডে: ২৩, জয়: ৩, হার: ২০

আইসিসি ট্রফি জিতে ১৯৯৯ বিশ্বকাপে জায়গা করে নেওয়া

 

এডি বারলো

আগস্ট ১৯৯৯–জানুয়ারি ২০০১

টেস্ট: ১, জয়: ০, হার: ১

ওয়ানডে: ৬, জয়: ০, হার: ৬

 

ট্রেভর চ্যাপেল

এপ্রিল ২০০১–মার্চ ২০০২

টেস্ট: ১০, জয়: ০, হার: ৯, ড্র: ১ ওয়ানডে: ৯, জয়: ০, হার: ৯

 

মহসিন কামাল-আলী জিয়া

এপ্রিল ২০০২মার্চ ২০০৩

টেস্ট: ৬, জয়: ০, হার: ৬

ওয়ানডে: ১৭, জয়: ০, হার: ১৫, ফল হয়নি: ২

 

ডেভ হোয়াটমোর

জুন ২০০৩–মে ২০০৭

টেস্ট: ২৭, জয়: ১, হার: ২২, ড্র: ৪

ওয়ানডে: ৮৯, জয়: ৩৩, হার: ৫৬

টি–টোয়েন্টি: ১, জয়: ১

 

জেমি সিডন্স

অক্টোবর ২০০৭–এপ্রিল ২০১১

টেস্ট: ১৯, জয়: ২, হার: ১৬, ড্র: ১

ওয়ানডে: ৮৪, জয়: ৩১, হার: ৫৩

টি–টোয়েন্টি: ৮, জয়: ০, হার: ৮

 

স্টুয়ার্ট

জুলাই ২০১১–মে ২০১২

টেস্ট: ৫, জয়: ০, হার: ৪, ড্র: ১

ওয়ানডে: ১৫, জয়: ৫, হার: ১০

টি–টোয়েন্টি: ২, জয়: ১, হার: ১

 

রিচার্ড পাইবাস

মে ২০১২–অক্টোবর ২০১২

টি–টোয়েন্টি: ৮

জয়: ৪, হার: ৪

 

শেন জার্গেনসেন

ফেব্রুয়ারি ২০১৩–মে ২০১৪

টেস্ট: ৮, জয়: ১, হার: ৩, ড্র: ৪

ওয়ানডে: ১৬, জয়: ৫, হার: ১০, ফল হয়নি: ১

টি–টোয়েন্টি: ১৩, জয়: ৩, হার: ১০

 

চন্ডিকা হাথুরুসিংহে

মে ২০১৪–নভেম্বর ২০১৭

টেস্ট: ২১, জয়: ৬, হার: ১১, ড্র: ৪

ওয়ানডে: ৫২, জয়: ২৫, হার: ২৩, ফল হয়নি: ৪

টি-টোয়েন্টি: ২৯, জয়: ১০, হার: ১৭

 

স্টিভ রোডস

জুন ২০১৮–জুলাই ২০১৯

টেস্ট ৮, জয়: ৩, হার: ৫

ওয়ানডে: ৩০, জয়: ১৭, হার: ১৩

টি-টোয়েন্টি: ৭, জয়: ৩, হার: ৪

* অন্তবর্র্তী কোচদের হিসাব এখানে রাখা হয়নি