ডমিঙ্গোকে কোচ পেয়ে খুশি তাঁরা

রাসেল ডমিঙ্গো
রাসেল ডমিঙ্গো

স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরিকে বাদ দিয়ে দেখুন, বাংলাদেশ জাতীয় দলের পুরো কোচিং স্টাফই এখন দক্ষিণ আফ্রিকানে ভরা! নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট ও ফিল্ডিং কোচ রায়ান কুক—চারজনই দক্ষিণ আফ্রিকার। এই কোচিং স্টাফদের ‘হাই প্রোফাইল’ বলতে বাধা নেই জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর।

বাংলাদেশ দলের নতুন স্পিন পরামর্শক ভেট্টোরি ও পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে মাহমুদউল্লাহর। এখন তাঁদেরই কোচ হিসেবে পেয়ে খুশি দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের অনুশীলন শেষে কাল প্রধান কোচের কথা অবশ্য আলাদা করেই বললেন মাহমুদউল্লাহ, ‘কোচ হিসেবে ওনার প্রোফাইল বেশ সমৃদ্ধ, দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন কয়েক বছর এবং ভালো কাজই করেছেন। আমার মনে হয়, ডমিঙ্গোর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারব এবং বাংলাদেশ দলের জন্যও তিনি ভালো হবেন।’

আসলে কোচিং স্টাফের সবার কাছ থেকেই ভালো কিছুর প্রত্যাশা মাহমুদউল্লাহর, ‘দুজন দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে কাজ করেছি। একজন ফিল্ডিং কোচ আরেকজন ব্যাটিং কোচ। এখন আরও দুজন যুক্ত হলেন, ল্যাঙ্গেভেল্ট ও ডমিঙ্গো। একই দেশের চারজন মিলে যখন কাজ করবেন, তখন নিশ্চয়ই সেটা বেশি কার্যকর হবে।’

বিসিবিকে ডমিঙ্গোর দেওয়া ভবিষ্যৎ পরিকল্পনার অনেকটা অংশজুড়েই আছেন তরুণ ক্রিকেটাররা। পেসার তাসকিন আহমেদ রোমাঞ্চিত, নতুন কোচের সময়ে ভাগ্য বদলাবে তাঁর। গত দুই সিরিজে নিয়মিত স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা হচ্ছে না তাসকিনের, সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে।

নতুন কোচে দুয়ার খুলবে তরুণদের, প্রত্যাশা তাসকিনের, ‘আমাদের জন্য ভালো হয়েছে। কারণ, তিনি দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের কোচ ছিলেন অনেক দিন। আমরা যারা তরুণ আছি, তারা তাঁর কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। সামনে অনেক ক্যাম্প আছে। যদি সুযোগ পাই, চেষ্টা করব যতটুকু সম্ভব নতুন নতুন জিনিস আদায় করে নেওয়ার।’ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন ডমিঙ্গো। তাতেও ইতিবাচকতা খুঁজে পাচ্ছেন তাসকিন।

জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেনের কাছে ডমিঙ্গোর কোচিং ক্যারিয়ার যথেষ্টই চমকপ্রদ লাগছে। প্রায় ২০ বছর ধরে কোচিং করানো ডমিঙ্গোর কাছ থেকে কিছু আদায় করে নিতে চান অভিজ্ঞ এই পেসারও, ‘বোর্ড যেহেতু নিয়েছে, বুঝেশুনেই নিয়েছে। তাঁর কোচিং ক্যারিয়ার অনেক লম্বা। নিশ্চয়ই ভালো কোচই হবেন। আমাদের কাজ তাঁর কাছ থেকে কিছু শেখা।’