ফিরেই কোহলির রাজত্বে স্মিথের হানা

কোহলি ও স্মিথ
কোহলি ও স্মিথ

ইংলিশ বোলাররাই শুধু নয়, বিরাট কোহলিরও হয়তো মুখটা ভার হয়ে যাচ্ছে। স্টিভ স্মিথ ফিরবেন, তাই বলে এতটা অবিশ্বাস্য ফর্ম নিয়ে! অ্যাশেজে টানা তিন ইনিংসে একটুর জন্য সেঞ্চুরি হলো না। তাতে কী! নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার তিন সপ্তাহও হয়নি। এরই মধ্যে কোহলির নির্বিঘ্ন রাজত্ব প্রায় টলিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান।

আজ আইসিসি টেস্টের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে স্মিথ কেবল বড় বড় লাফই দিচ্ছেন। অ্যাশেজ শুরুর আগে তাঁর রেটিং পয়েন্ট কমে ৮৫৭ পর্যন্ত নেমেছিল। অ্যাশেজের দুই টেস্টেই ৫৬ রেটিং পয়েন্ট যোগ করে ফেলেছেন। দুই লাফেই তাঁর রেটিং পয়েন্ট চলে গেছে ৯১৩তে। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে তো ব্যাটই করতে পারেননি। তাতেই কোহলিকে প্রায় ধরে ফেলেছেন। স্মিথ এখন র‍্যাঙ্কিংয়ের দুইয়ে। একে থাকা কোহলি এগিয়ে আছেন মাত্র ৯ পয়েন্টে।

গত বছর বল টেস্পারিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। ওই সময়ে ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছিল না। তবে ঠিক এর আগে, ২০১৭ সালের ডিসেম্বরে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের শীর্ষ বিন্দুতে পৌঁছান। তখন তাঁর রেটিং ছিল ৯৪৭ পয়েন্ট। আইসিসির ঐতিহাসিক টেস্ট ব্যাটিংয়ের র‍্যাঙ্কিংয়ে তা দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট। সামনে ছিলেন শুধুই ব্র্যাডম্যান। ১৯৪৮ সালে ৯৬১ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন স্যার ডন।

স্মিথের অনুপস্থিতিতে কোহলিও ক্যারিয়ার সেরা ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন। আপাতত যেটি কমে ৯২২ হয়েছে। কোহলির সামনে অবশ্য সুযোগ থাকছে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা কোহলি এবার ক্যারিবীয়দের মুখোমুখি হচ্ছেন সাদা পোশাকে। ২২ আগস্ট শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট সিরিজ। লড়াইটা কোহলি-স্মিথের মধ্যেও চলবে তাহলে! কিছুটা অনিশ্চয়তা থাকলেও অ্যাশেজের তৃতীয় টেস্টে ফেরা মোটামুটি নিশ্চিত স্মিথেরও।

ওদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ছুঁয়েছেন প্যাট কামিন্স। লর্ডস টেস্ট শেষে তাঁর রেটিং ৯১৪। ২০০১ সালে গ্লেন ম্যাকগ্রা ক্যারিয়ারে এই শীর্ষ পয়েন্ট অর্জন করেন। সেটিই ছুঁলেন কামিন্স। আইসিসি সর্বকালের শীর্ষ র‍্যাঙ্কিংয়ে দুজনের অবস্থান এখন পাঁচ।

র‍্যাঙ্কিং

ব্যাটসম্যান

দল

রেটিং

বিরাট কোহলি

ভারত

৯২২

স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়া

৯১৩

কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড

৮৮৭

চেতেশ্বর পূজারা

ভারত

৮৮১

হেনরি নিকোলস

নিউজিল্যান্ড

৭৭০

এইডেন মার্করাম

দ. আফ্রিকা

৭১৯

কুইন্টন ডি কক

দ. আফ্রিকা

৭১৮

দিমুথ করুনারত্নে

শ্রীলঙ্কা

৭১৬

জো রুট

ইংল্যান্ড

৭১০

১০

ফ্যাফ ডু প্লেসি

দ. আফ্রিকা

৭০১

 

২৫

তামিম ইকবাল

বাংলাদেশ

৬৩২

২৮

সাকিব আল হাসান

বাংলাদেশ

৬০৪

৩১

মুশফিকুর রহিম

বাংলাদেশ

৫৮৮

৩৫

মাহমুদউল্লাহ

বাংলাদেশ

৫৭৪

৪২

মুমিনুল হক

বাংলাদেশ

৫৫১