অবিকল রোনালদোকে পাওয়া গেছে ইংল্যান্ডে!

এই সেই বিওয়ার আবদুল্লাহ। ছবি : টুইটার
এই সেই বিওয়ার আবদুল্লাহ। ছবি : টুইটার
অবিকল রোনালদোর মতো দেখতে একজনের সন্ধান পাওয়া গেছে। ভদ্রলোকের নাম বিওয়ার আবদুল্লাহ।


তাঁর নাম বিওয়ার আবদুল্লাহ। জন্ম, বেড়ে ওঠা ইরাকে। তবে কিছুদিন হলো তাঁর আবাস ইংল্যান্ডের ডার্বিশায়ারে। পেশায় নির্মাণশ্রমিক আবদুল্লাহ অবশ্য ‘খবর’ সম্পূর্ণ অন্য কারণে। ২৫ বছর বয়সী আবদুল্লাহ যে দেখতে অবিকল ক্রিস্টিয়ানো রোনালদোর মতো!

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে শোরগোল পড়ে গেছে। ইংল্যান্ডের এক দোকানমালিকের চোখে প্রথম পড়েন আবদুল্লাহ। শেন ডগলাস নামের সেই দোকানমালিক প্রথম আবদুল্লাহর ছবি তুলে তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই বড় তারকা আবদুল্লাহ।

তিনি যে রোনালদোর মতো দেখতে, সেটি খুব ভালো করেই জানেন আবদুল্লাহ। ইরাকে থাকা অবস্থাতেই তাঁকে অনেকে রোনালদোই ভাবত। আর সুযোগ পেয়ে আবদুল্লাহও নিজেকে রোনালদোর মতোই সাজিয়ে রাখেন। কাপড়চোপড় থেকে শুরু করে চুলের স্টাইল—সবই তিনি রোনালদোর মতোই করেন। নিজের চেহারা নিয়ে আবদুল্লাহ যে দারুণ খুশি, সেটিও জানিয়েছেন তিনি, ‘আমি উত্তর ইরাকের একজন কুর্দি। আমি দেশে থাকলে লোকজনের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকি। অনেকেই এসে আমার সঙ্গে ছবি তুলতে চায়। আমার মজাই লাগে। আমি কাউকে মানা করি না। সবার সঙ্গে ছবি তুলি। অনেক মানুষ আমাকে রোনালদোই ভাবে। আমি যে রোনালদো নই, অন্য কেউ, সেটা বুঝতে পারে না।’

অবিকল রোনালদোর মতো দেখতে এই ভদ্রলোককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে মাতামাতি। ছবি : টুইটার
অবিকল রোনালদোর মতো দেখতে এই ভদ্রলোককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে মাতামাতি। ছবি : টুইটার

জীবিকার তাড়নায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করলেও আবদুল্লাহ অবসর সময়ে ফুটবল খেলেন। খেলেন রোনালদোর পজিশনেই, সেই বিখ্যাত ৭ নম্বর জার্সিও পরেন, ‘আমিও ফুটবল খেলি। রোনালদো যে পজিশনে খেলে, আমিও সেই পজিশনেই খেলি। ওর মতো ৭ নম্বর জার্সি পরি। ওর সঙ্গে দেখা করার ইচ্ছে আমার বহুদিনের। ওর স্কিলের ১ শতাংশও যদি পেতাম, বর্তে যেতাম!’