সাকিবদের সঙ্গে সুসম্পর্ক চান ডমিঙ্গো

প্রথম সংবাদ সম্মেলনে বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডমিঙ্গো। ছবি: প্রথম আলো
প্রথম সংবাদ সম্মেলনে বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডমিঙ্গো। ছবি: প্রথম আলো
>

মিরপুরে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের নতুন দক্ষিণ আফ্রিকান কোচ জানালেন, আপাতত সাকিব-মুশফিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও তাঁদের বিশ্বাস অর্জনই তাঁর প্রাথমিক দায়িত্ব।

শুরুতেই নিজের লক্ষ্যটা বলে দিলেন বাংলাদেশের নতুন দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো—সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের সঙ্গে সুসম্পর্ক। তিনি মনে করেন, এ মুহূর্তে খেলোয়াড়দের বিশ্বাস অর্জনই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সকালে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে ডমিঙ্গো অনেক কথাই বলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দলের উন্নতির জন্য তিনি টেস্ট ম্যাচকে গুরুত্ব দিতে চান। তাঁর মতে, ‘নিয়মিত টেস্ট না খেললে দলের উন্নতি সম্ভব নয়।’


দলের খেলোয়াড়দের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠাকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছেন ডমিঙ্গো, ‘শুরুতেই আমার লক্ষ্য খেলোয়াড়দের সঙ্গে সংযোগ স্থাপন। সুসম্পর্ক গড়ে তোলা; খেলোয়াড়ের বিশ্বাস অর্জনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগামী দু-এক সপ্তাহ সবকিছু পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণটা হবে, খেলোয়াড়েরা আমার কাছ থেকে কেমন শিখতে পারছে।’

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের ভালো দিকগুলোকেই নিতে চান ডমিঙ্গো। তাঁর মতে, বিশ্বকাপে বাংলাদেশ হয়তো অষ্টম হয়েছে, কিন্তু বাংলাদেশের সত্যিকারের পারফরম্যান্স কিন্তু বলছে তারা অষ্টম স্থানে থাকা কোনো দলের চেয়েও ঢের ভালো। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ হওয়াকেও খুব বড় করে দেখতে চান না তিনি, ‘আমি মনে করি না শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বলেই বাংলাদেশ খুব বাজে দল। আমি শ্রীলঙ্কায় বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে খুব বেশি পড়িনি। বিশ্বকাপে তারা কিন্তু সত্যিই খুব ভালো খেলেছে। কয়েকটি ম্যাচে জেতার খুব কাছে গিয়েও বাংলাদেশ হেরেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তো ওই রান আউটটিই সর্বনাশ করেছে। এই দলটা বিশ্ব ক্রিকেটে শক্তিশালী দল হয়ে ওঠার খুব কাছেই রয়েছে।’