যেভাবে ভাষার দূরত্ব দূর করবেন বোলিং কোচ

বোলিং কোচের সামনে চ্যালেঞ্জ ভাষার দূরত্ব ঘোচানো। ফাইল ছবি
বোলিং কোচের সামনে চ্যালেঞ্জ ভাষার দূরত্ব ঘোচানো। ফাইল ছবি
>

কোর্টনি ওয়ালশের ক্যারিবীয় ইংরেজি নাকি ভালোভাবে বুঝতেন না বাংলাদেশ দলের পেসাররা। দক্ষিণ আফ্রিকার নতুন বোলিং কোচের চার্ল ল্যাঙ্গেভেল্টের চ্যালেঞ্জ তাই ভাষাগত দূরত্ব ঘোচানোও। এই চ্যালেঞ্জ উতরে যাবেন বলেই আশা তাঁর 

সকালে রাসেল ডমিঙ্গোকে নিয়ে তিনিও পরিচিত হয়েছেন খেলোয়াড়দের সঙ্গে। সেখান থেকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের রুমে খানিকক্ষণ আলোচনা শেষে এলেন সংবাদ সম্মেলনে। প্রথম দিনটা এভাবেই কেটেছে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের।

শুরুতেই তো আর টেকনিক্যাল বিষয়ে কাজ করা যায় না। আপাতত পরিচিতিপর্ব, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক স্থাপন, আস্থা অর্জন, খেলোয়াড়দের কাছে নিজের প্রত্যাশা, তাঁর কাছে খেলোয়াড়দের প্রত্যাশা—এসব জানাবোঝা হতেই কেটে যাবে কয়েকটা দিন। আর এসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে ভাষা। কোচের ভাষাটা বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটির সবশেষে উদাহরণ কোর্টনি ওয়ালশ। এটা মোটামুটি প্রতিষ্ঠ, বাংলাদেশের বেশির ভাগ পেসারই নাকি কোর্টনি ওয়ালশের ক্যারিবীয় ইংরেজি বুঝতেন না। উইন্ডিজ কিংবদন্তির অধীনে বাংলাদেশের পেস আক্রমণ তেমন সাফল্য না পাওয়ার এটিও একটি কারণ।

মাত্রই দায়িত্ব পাওয়া ল্যাঙ্গেভেল্টের দক্ষিণ আফ্রিকান ইংরেজি বুঝবেন তো বাংলাদেশের পেসাররা? ভাষাগত দূরত্ব ঘোচানোর কৌশল জানা আছে বলেই জানালেন বাংলাদেশের প্রোটিয়া বোলিং কোচ, ‘এই চ্যালেঞ্জটা আমার আফগানিস্তানেও (আফগানদের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন) ছিল। আমি দেখেছি দল হিসেবে কাজ করার চেয়ে যদি একজন একজন ধরে কাজ করেন, তখন খেলোয়াড় অনেক স্বচ্ছন্দবোধ করে। আমি জানি এটা কীভাবে সামলাতে হয়।’

ল্যাঙ্গেভেল্ট তাই বোলার ধরে ধরে কাজ করতে চান। তাতেও যদি কাজ না হয় তখন কী করবেন? ল্যাঙ্গেভেল্ট তখন অন্য কৌশল কাজে লাগাবেন, ‘যদি তাতেও কাজ না হয় তৃতীয় কারও সহায়তা নেব। ধীরে কথা বলব। খুব দ্রুত বলব না। খেলোয়াড় কী বলতে চাইছে মনোযোগ দিয়ে শুনব। এভাবেই সম্পর্ক তৈরি করব। ফাস্ট বোলারদের সঙ্গে সম্পর্ক তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ পারিবারিক কথা বলতে চায় সেটিও বলবে। যেটিতে সে স্বচ্ছন্দবোধ করে। আমার দুয়ার সব বোলারের জন্য খোলা থাকবে। যদি অনুবাদকের দরকার হয় রাখব। জানি এটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ উতরে যেতে আমি উন্মুখ।’