ক্যারিবীয় পেসারদের তোপে ভারতের নড়বড়ে শুরু

গ্যাব্রিয়েলের তর্জনী বলে দিচ্ছে কোহলির পরিণতি। ছবি: এএফপি
গ্যাব্রিয়েলের তর্জনী বলে দিচ্ছে কোহলির পরিণতি। ছবি: এএফপি

শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ, কেমার রোচদের হাত ধরে আবারও ওয়েস্ট ইন্ডিজ হয়ে উঠছে পেসারদের স্বর্গ। নিজেদের শক্তি বিবেচনায় ২০১৭ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজ শক্ত, বাউন্সি, পেসারবান্ধব পিচ বানানো শুরু করেছে। অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ দুই টেস্ট সিরিজের প্রথমটির প্রথম সেশনে ভারত টের পেল, ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং আক্রমণ সামলানো মোটেও সহজ নয়।

রোচ-গ্যাব্রিয়েলদের ঝড়ে ২৫ রানেই ৩ উইকেট হারায় ভারত। এ প্রতিবেদন লেখার সময়ে চতুর্থ উইকেটে লোকেশ রাহুল ও অজিঙ্কা রাহানে কিছুটা গুছিয়ে নিয়েছেন, ৩ উইকেটে ভারতের স্কোর দাঁড়িয়েছে ৬৮। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪৩ রান।

পঞ্চম ওভারে রোচের জোড়া আঘাত। দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের, চার বলে একইভাবে আউট চেতেশ্বর পূজারাও। ভারত বড় ধাক্কা খেয়েছে অষ্টম ওভারে, গ্যাব্রিয়েলের বলে যখন কাট করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক বিরাট কোহলিও (৯)। দিনের বাকি সময়েও যদি ক্যারিবীয় ফাস্ট বোলাররা আগুন ঝরাতে থাকেন, বড় স্কোর পাওয়া কঠিনই হয়ে যাবে ভারতের। রাহুল-রাহানে নিশ্চয়ই চেষ্টা করবেন উইন্ডিজ বোলারদের হতাশ করতে।