সাকিব-ডমিঙ্গোকে নিয়ে কী আলোচনা করলেন আকরাম-মিনহাজুল

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব এবং নতুন কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও দুই নির্বাচক। ছবি: বিসিবি
বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব এবং নতুন কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও দুই নির্বাচক। ছবি: বিসিবি
>বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব এবং নতুন কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে বসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও দুই নির্বাচক। আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে পরে সেটির ধারণা দিলেন আকরাম খান

সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে কাল ঢাকায় এসে পৌঁছেছেন রাত ৩টায়। লম্বা ভ্রমণ শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন বড় জোর পাঁচ-ছয় ঘণ্টা। সকালেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। ফিটনেস নিয়ে কাজ করেছেন। ব্যাটিং অনুশীলনও করেছেন।

চাইলে আজ অন্তত বিশ্রাম নিতে পারতেন সাকিব। সেটি আর নেননি, আজ গুরুত্বপূর্ণ এক বৈঠকে তাঁর থাকাটা জরুরি ছিল। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে নিয়ে বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আসন্ন সিরিজ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় ঠিক করতে বৈঠকটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ।

এ বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সেটির বিস্তারিত ব্যাখ্যা দেবে না বিসিবি। তবে আকরাম সাংবাদিকদের সার সংক্ষেপটা বললেন, ‘বিশ্বকাপের পর আমাদের কোচিং স্টাফে অনেক পরিবর্তন এসেছে। অধিনায়ক, কোচ, নির্বাচক আমরা সবাই আলাপ-আলোচনা করেছি। পরের মাসের সিরিজ নিয়ে আলোচনা করেছি। এই সিরিজে দলের শক্তি ও কন্ডিশন কেমন থাকবে, এসব নিয়ে ভালো আলোচনা হয়েছে। আশা করি এটা সামনেও চলবে। কোন কাজ কীভাবে করব সেটি আগ থেকেই পরিষ্কার করে ফেললাম।’

কোচ ডমিঙ্গো একটি বিষয়ে ভীষণ জোর দিয়েছেন। তিনি দেশে ও দেশের বাইরে, দুই জায়গায় বাংলাদেশকে সাফল্য এনে দিতে চান। কোচের এ ভাবনাকে স্বাগত জানিয়েছেন আকরাম, ‘সে কিন্তু হোমের সঙ্গে অ্যাওয়ের কথা চিন্তা করছে। কোনো ব্যাটসম্যান হোমে ভালো, বাইরে আরও ভালো হতে পারে সেটি নিয়ে ভাবছে। এটা ভালো লেগেছে। নির্বাচকদের পরিকল্পনা শুনেছে। তারাও ওকে কী কী বুঝিয়ে দেবে সেটি জানিয়েছে।’ আকরাম আরও যোগ করেছেন, ‘দেশে খেললে কিছু বিষয়ের গুরুত্ব ওভাবে উপলব্ধি করতে পারি না। তবে বাইরে গেল বুঝতে পারি এটার গুরুত্ব অনেক বেশি। যে পরিকল্পনাটা করেছি, দেশে-বিদেশে আমাদের খেলার মান যেন একই থাকে। দেশে যেভাবে খেলি বাইরেও যেন সমান ভালো খেলতে পারি।’

দুয়ারে কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। এই টেস্টে বাংলাদেশের উইকেট কেমন হবে সেটি নিয়েও আলোচনা হয়েছে আজ। আফগানদের বিপক্ষে স্পিন-সহায়ক উইকেটে যে বাংলাদেশ খেলবে না, সেটি আকরামের কথায় মোটামুটি পরিষ্কার, ‘যে ধরনের উইকেট থাকে সেটা তো জানেনই। আমরা স্বাগতিক, দেশের মাঠের সুবিধা বেশি থাকবেই। উইকেটে তেমন পরিবর্তন আসবে না। চেষ্টা করছি ট্রু উইকেট করতে, যেন ঘাস থাকে। সেখানে যেন ফাস্ট বোলাররা সুবিধা পায়।’