সিরিজ হারল বাংলাদেশের উদীয়মানরা

সাইফ সেঞ্চুরি পেলেও জয় পায়নি বাংলাদেশ ইমার্জিং দল। ছবি: প্রথম আলো
সাইফ সেঞ্চুরি পেলেও জয় পায়নি বাংলাদেশ ইমার্জিং দল। ছবি: প্রথম আলো
>খুলনায় শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল

সিরিজ নিষ্পত্তির লড়াইয়ে এসে পারল না বাংলাদেশ ইমার্জিং দল। খুলনায় আজ শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ডি/এল নিয়মে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তিন ম্যাচের এ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কার উদীয়মান ক্রিকেটারেরা।

বিকেএসপিতে দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল ইমার্জিং দল। শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ টস হারলেও ভালো সংগ্রহ পেয়েছিল স্বাগতিকেরা। আগে ব্যাট করতে নেমে সাইফ হাসানের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৬৯ রান তুলেছিল বাংলাদেশ ইমার্জিং দল। ৭ ছক্কা ও ৪ চারে ১৩০ বলে ১১৭ রানের ইনিংস খেলেন সাইফ। শেষ দিকে আফিফ হাসানের অপরাজিত ৭০ বলে ৬৮ আড়াই শ-র কোটা পেরিয়ে যেতে সহায়তা করে বাংলাদেশের উদীয়মানদের।

বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচে জয়ের জন্য ২৮ ওভারে ১৯৯ রানের লক্ষ্য পেয়েছিল শ্রীলঙ্কা ইমার্জিং দল। ওভার প্রতি গড়ে ৭ রানের বেশি তোলার এ চ্যালেঞ্জ ২৪ বল হাতে রেখে জিতেছে সফরকারি দল। ওপেনার পাথুম নিশাঙ্কার ঝোড়ো সেঞ্চুরির সামনে দাঁড়াতে পারেননি নাঈম হাসান-রবিউল হাসানরা। ৫ ছক্কা ও ৮ চারে ৭৮ বলে ১১৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নিশাঙ্কা। আর শেষ দিকে আরেকটি কার্যকর ঝোড়ো ইনিংসে জয়ের কাজটা সেরেছেন উইকেটরক্ষক মিনোদ ভানুকা। ৩২ বলে ৫৫ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে ২টি টেস্ট খেলা স্পিনার নাঈম ৬ ওভারে ৬০ রান দিয়ে কোনো উইকেট পাননি।