কোহলি যে কারণে তাঁকে 'স্লেজ' করলেন

এভাবে দু-একটা চালিয়েও রানের দেখা পাননি কামিন্স। ছবি: বিসিসিআই
এভাবে দু-একটা চালিয়েও রানের দেখা পাননি কামিন্স। ছবি: বিসিসিআই
>

অ্যান্টিগা টেস্টে কাল উইকেটে ‘কচ্ছপ কামড়’ দিয়ে পড়ে থেকেও কোনো রান না করে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স। এতে তাঁর নাম উঠেছে রেকর্ড বইয়ে

স্কোরবোর্ড বলছে কোনো রান তিনি করেননি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগ্রহ দুই শ পার হওয়ায় তাঁর অবদান মোটেই কম নয়। নবম উইকেটে জেসন হোল্ডারের সঙ্গে গড়েছেন মূল্যবান ৪১ রানের জুটি। এতেই দুই শ-র কোটা পারি দিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ‘ডাক’ মানে নির্ভেজাল শূন্য এড়াতে পারেননি মিগুয়েল কামিন্স। ভারতীয় বোলারদের বিরক্তি চরমে তুলে ‘কচ্ছপ কামড়’ দিয়ে পড়ে ছিলেন উইকেটে। দশম ব্যাটসম্যান হিসেবে নামা কামিন্সকে তাই বাধ্য হয়েই ‘স্লেজ’ করেছেন বিরাট কোহলি

অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ২২২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে কামিন্সের অবদান ০। কিন্তু বল খেলেছেন ৪৫টি। উইকেটে ছিলেন দেড় ঘণ্টারও বেশি। লেজের ব্যাটসম্যান এতক্ষণ উইকেটে থাকলে কার সহ্য হয়! ভারতীয় অধিনায়কও তাই চুপ করে থাকতে পারেননি। কামিন্স তাঁর ভেলকি দেখানোর এক ফাঁকে কোহলি তাঁকে মনে করিয়ে দিয়েছেন, ‘খেলাটা একটু এগিয়ে নাও হে, ভারতে নয় ওয়েস্ট ইন্ডিজে খেলছ।’

কামিন্স একেবারেই খোলসবন্দী ব্যাট করায় কোহলি হয়তো তাঁকে খোঁচার ছলে মনে করিয়ে দিয়েছেন, খেলছ নিজের এলাকায় হাত না খোলার কী আছে! অবশ্য রান-টান না করায় ব্যাটিংয়ের দু-একটি ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ডে কাল নাম লেখাতে পেরেছেন এ পেসার। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি বল খেলে ‘ডাক’ মারা মানে কোনো রান না করেই আউট হওয়ার রেকর্ডটা এখন কামিন্সের। ১৭ বছর আগে লর্ডস টেস্টে কিথ আথারটনের গড়া ৪০ বল খেলে ‘ডাক’ মারার রেকর্ডটি নতুন করে লিখিয়েছেন কামিন্স। আর সে পথে তিনি মনে করিয়ে দিয়েছেন এ কাজে তাঁর চেয়েও ‘ভালো’ পূর্বসূরিদের।

জিওফ অ্যালটকে মনে আছে? ১৯৯৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের সেই বাঁ হাতি পেসার! সে বছরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অকল্যান্ড টেস্টে ৭৭ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন অ্যালট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি বল খেলে কোনো রান না করেই আউট হওয়ার রেকর্ড। কামিন্স এ তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন। অ্যালটের পর জিমি অ্যান্ডারসন (৫৫ বল, ২০১৪ লিডস টেস্ট), রিচার্ড এলিসন (৫২ বল, ১৯৮৪ মুম্বাই টেস্ট), পিটার সাচ (৫১ বল, ১৯৯৯ ম্যানচেস্টার টেস্ট) এবং তারপরই রয়েছেন কামিন্স। ‘অনাকাঙ্ক্ষিত’ এ তালিকার শীর্ষ দশে রয়েছেন বাংলাদেশেরও এক ক্রিকেটার। প্রয়াত স্পিনার মানজারুল ইসলাম। ২০০২ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন মানজারুল।

এ তো গেল বল খেলার হিসেব। উইকেটে সময় কাটানোর হিসেবে কামিন্স কিন্তু আরেকটু থাকলেই ছুঁয়ে ফেলতেন অ্যালটকে। হ্যাঁ, উইকেটে সবচেয়ে বেশি সময় থেকে কোনো রান না করেই আউট হওয়ার রেকর্ডটাও নিউজিল্যান্ডের সাবেক এ পেসারের। আর সেটি সেই অকল্যান্ড টেস্টেই—১০১ মিনিট উইকেটে ছিলেন অ্যালট। আর এন্টিগা টেস্টে দ্বিতীয় ও তৃতীয় দিন মিলিয়ে কামিন্স উইকেটে ছিলেন ৯৫ মিনিট। অর্থাৎ সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্যাট করে ‘ডাক’ মারার রেকর্ড বইয়ে কামিন্সের অবস্থান দুইয়ে। তিনে জিমি অ্যান্ডারসন (৮১ মিনিট, ২০১৪ লিডস টেস্ট)। চার নম্বর জায়গাটি যুগ্মভাবে পিটার সাচ ও মানজারুল ইসলামের। ১৯৯৯ সালে ম্যানচেস্টার টেস্টে পিটার সাচ আর ২০০২ সালে কলম্বো টেস্টে মানজারুল সমান ৭২ মিনিট ব্যাট করে ‘ডাক’ মেরেছিলেন।

অ্যান্টিগা টেস্টে কাল তৃতীয় দিন শেষ বেশ এগিয়ে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৮৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারি দল। উইকেটে রয়েছেন বিরাট কোহলি (৫১*) ও অজিঙ্কা রাহানে (৫৩*)। হাতে ৭ উইকেট রেখে এরই মধ্যে ২৬০ রানের লিড নিয়েছে ভারত।