চ্যালেঞ্জিং আফগানদের ওপর ছড়ি ঘোরাতে চায় বাংলাদেশ

আফগানদের সমীহ করলেও বাংলাদেশকেই ফেবারিট বলছেন মিরাজ। ফাইল ছবি
আফগানদের সমীহ করলেও বাংলাদেশকেই ফেবারিট বলছেন মিরাজ। ফাইল ছবি

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে। এখন প্রতিটি ম্যাচ মানেই সেই চ্যাম্পিয়নশিপের পথে এগিয়ে যাওয়া। বাংলাদেশ এ ক্ষেত্রে একটু সুবিধা পাচ্ছে। মূল চ্যাম্পিয়নশিপে নামার আগেই আফগানিস্তানের বিপক্ষে নিজেদের হাত মকশো করে নেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী মাসে টেস্টে প্রথমবারের পক্ষে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ পরীক্ষায় নিজেদেরই এগিয়ে রাখছেন মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ মুখোমুখি হওয়ার স্মৃতি বাংলাদেশের জন্য সুখময় নয়। কিন্তু টি-টোয়েন্টির স্বাদ টেস্টে টেনে লাভ নেই। এ ফরম্যাটে বাংলাদেশ যে আফগানদের চেয়ে অভিজ্ঞতায় ১৭ বছর এগিয়ে আছে। সে বিবেচনায় একমাত্র টেস্টে বাংলাদেশ পরিষ্কার এগিয়ে। তবু প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং মনে করেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের সোজা সাপটা হিসাব, ‘আসলে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। ছোট আর বড় না। কারণ টেস্ট ক্রিকেটে যারাই ভালো খেলবে তারাই কিন্তু জিতবে। কিন্তু আমরাও ওদের থেকে অনেক এগিয়ে আছি; অভিজ্ঞতার দিক থেকে এবং আর ঘরের মাঠে খেলছি আমরা। ওদের থেকে অনেক দিক থেকেই এগিয়ে আছি। তারপরেও যতই এগিয়ে থাকি, যতই অভিজ্ঞতা থাকুক আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। যার যার জায়গায় পারফর্ম করতে হবে। আর আমরা যদি নির্দিষ্ট জায়গাগুলোতে যদি ভালো করি তাহলে কাজটা সহজ হয়ে যাবে।’

গতকাল অনুশীলনে হালকা চোট পাওয়ায় আজ ব্যাটিং বা বোলিং করতে পারেননি মিরাজ। চোট গুরুতর না হওয়ায় আপাতত একে ক্ষণিক বিশ্রাম হিসেবেই দেখছেন মিরাজ। নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ দলের শক্তিতেও বিশ্বাস রাখেন। আফগানিস্তানের ওপর চড়াও হয়েই নাকি খেলবেন তাঁরা, ‘হ্যাঁ, অবশ্যই আমরা চড়াও হয়ে খেলার চেষ্টা করব। আমরা কাজ করছি। ওদের থেকে আমরা অনেক এগিয়ে থাকব। দিনের শেষে আমরা যদি ভালো ক্রিকেট খেলি ওরা আমাদের সঙ্গে কিছু করতে পারবে না। তারপরেও খেলায় কিন্তু হার জিত থাকবে, ভালো সময়-খারাপ সময় থাকে। তারপরও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেন ভালো ক্রিকেট খেলি এবং আমরা যেন প্রমাণ করি যে ওদের চেয়ে আমরা ভালো দল। এটাও প্রমাণ করতে হবে আমরা ভালো ক্রিকেট খেলি। বিগত কয়েক বছরে যেটা খেলেছি। এটাই আমরা চেষ্টা করছি, এভাবেই কঠোর পরিশ্রম করছি।’