স্টোকসের বর্ণনায় ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না

ম্যাচ জেতানোর পর স্টোকসের বুনো উল্লাস। ছবি: এএফপি
ম্যাচ জেতানোর পর স্টোকসের বুনো উল্লাস। ছবি: এএফপি
>১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে ইংল্যান্ডকে অ্যাশেজের তৃতীয় টেস্টে জয় এনে দিয়েছেন বেন স্টোকস। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শুরু হয়েছে বন্দনা।

প্রথমে দেখলে মনে হচ্ছিল বুঝি কোনো হারিয়ে যাওয়া ভাষার কোনো উক্তি। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট কেন হারিয়ে যাওয়া কোনো ভাষায় টুইট করতে যাবে? মাথামুণ্ডু বুঝতে না পারা এলোমেলো করে লেখা ইংরেজি বর্ণমালা দিয়ে সে টুইটের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতেই বোঝা গেল মর্মার্থ, ‘কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না!’ আসলেই তো স্টোকসের এ ইনিংসের বর্ণনা কীভাবে দেবে কেউ?

২৮৬ রানে নবম উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। জিততে হলে ইংল্যান্ডের প্রয়োজন ৭৩ রান। শেষ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত রান করা সম্ভব নয় ধরেই নিয়েছিলেন সবাই। কিন্তু সেই ম্যাচটাই জিতে মাঠে ছাড়ল ইংল্যান্ড। ভুল! জয়ী হয়েছেন বেন স্টোকস। এক প্রান্তে নিজে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন, অন্য প্রান্তে শুধু থাকার জন্যই যেন থাকলেন জ্যাক লিচ। ৭৬ রানের মধ্যে মাত্র একটি রান করতে হয়েছে লিচকে। এক প্রান্ত আগলে রেখে ৭৪ রান করেছেন স্টোকস।

ব্রডের সেই টুইট। ছবি: টুইটার
ব্রডের সেই টুইট। ছবি: টুইটার

এমন দুর্দান্ত ইনিংসের পর স্বাভাবিকভাবেই সবাই মেতেছে স্টোকসকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম কিংবা টুইটার—সব জায়গায় দখল করে নিয়েছেন স্টোকস। প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়াই স্টোকসকে অভিনন্দন জানিয়েছে, ‘সবচেয়ে নাটকীয় টেস্ট ক্রিকেট। টুপিখোলা অভিনন্দন বেন স্টোকস ও ইংল্যান্ড ক্রিকেটকে দুর্দান্ত খেলে সিরিজে ১-১ সমতা আনার জন্য।’ মাঠের সঙ্গী ব্রড অবশ্য বুঝতেই পারছেন না কী হচ্ছিল এতক্ষণ, ‘আমি বিশ্বাস করতে পারছি না কী দেখলাম।’ একটু পরে স্টোকসের একটি ছবি দেখিয়ে ব্রড জানালেন, তাঁর ধারণা স্টোকসও জানেন না কী করেছেন একটু আগে, ‘আমি নিশ্চিত না স্টোকস নিজেও জানে সে কী করেছে!’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির অবশ্য বুঝতে কোনো অসুবিধা হয়নি স্টোকস কী করেছেন, ‘স্টোকস, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস।’ স্টোকসের এই ইনিংসকে প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং, ‘অ্যাশেজে অবিশ্বাস্য দৃশ্য। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না স্টোকস তুমি ব্যাট হাতে কী করেছ। তোমায় টুপিখোলা অভিনন্দন।’ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা কোচ টম মুডি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস বলে টুইট করেছেন, ‘কী দুর্দান্ত ইনিংসটাই না খেলেছেন স্টোকস। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস।’

স্টোকসের ইনিংস যে ইতিহাস জায়গা করে নিচ্ছে, সেটা নিশ্চিত করেছে জেফরি বয়কট। সাবেক ইংলিশ ওপেনার লিখেছেন, ‘আমি জীবনে বেশ কিছু অসাধারণ মুহূর্ত দেখেছি, কিন্তু ৫০ বছরেরও বেশি সময়ে এটাই সেরা, স্টোকস। অ্যাশেজ বাঁচিয়ে দিলে এবং জাদুকরি উদ্দীপনাময় এক ইনিংস খেললে। বিশ্বকাপের চেয়েও সেরা পারফরম্যান্স ছিল এটি। দারুণ!’